লামায় ভূমি বিরোধের জের: সংঘর্ষে মহিলাসহ আহত ৯

images (2)এম.বশিরুল আলম, লামা:
লামায় ভূমি বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ৮জন আহত। শুক্রবার দুপুরে লামা পৌরসভার পশ্চিম রাজবাড়ি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য, আওয়ামীলীগ সমর্থিত আবু মুছার সাথে লামা পৌরসভার পশ্চিম রাজবাড়ি এলাকার দিল মোহাম্মদ গং এর দীর্ঘ দিন ধরে একটি জলাশয় নিয়ে বিরোধ চলছে। শুক্রবার সকালে উক্ত জলাশয়ে আবু মুছা সঙ্গীয় লোকজন নিয়ে মাছের পোনা ছাড়তে গেলে দিল মোহাম্মদ গং মহিলা নিয়ে স্বদলবলে হামলা চালায়। এসময় পার্শ্ববর্তী লোকজন সংঘর্ষ থামাতে গেলে তাদের সাথেও সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের মহিলাসহ ৮ জন আহত হয়। আহতরা হলেন- আনোয়ারা বেগম (৩০), মোঃ আজিজুল হক মোল্লা (৬৫), মানিক মোল্লা (৬৫), শাহিনা বেগম (৩০), জো¯œা বেগম (৩০), জোহরা বেগম (২৮), রেহেনা বেগম (৩০), শাহেদা বেগম (৩০)। আহতদেরকে লামা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান । এদের মধ্যে আনোয়ারা বেগমকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
স্থানীয় ব্যবসায়ী সাহাদাত হোসেন জানান, জেলা পরিষদের সাবেক সদস্য আবু মুছা থেকে আমি জলশয়টি লীজ নিয়েছি। গতকাল আমাকে বুঝিয়ে দেয়ার জন্য তিনি ঘটনাস্থলে এসে কিছু মাছের পোনা ছাড়েন। এসময় প্রতিপক্ষের মহিলারা তাদের উপর হামলা করে। আমি ঘটনাটি মোবাইলে ভিডিও করলে প্রতিপক্ষের মহিলারা আমার উপরও হামলা করে। আমাকে উদ্ধারে আমার পরিবারের লোকজন এগিয়ে আসলে প্রতিপক্ষ তাদের উপরও হামলা চালিয়ে রক্তাক্ত জখম করেন।
এদিকে দিল মোহাম্মদ জানান, আমার বাবার নামীয় জমি জেলা পরিষদের সাবেক সদস্য সরকার দলিয় প্রভাব দেখিয়ে দখল করতে এসে আমার পরিবারের লোকজনের উপর হামলা চালিয়েছে। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য আবু মুছা জানান, ক্রয় সূত্রে ওই জায়গার মালিক হয়ে দীর্ঘ ৩০ বছর ধরে ভোগ দখলে আছি। সম্প্রতি প্রতিপক্ষ ওই জায়গা তাদের দাবী করে একটি মামলা করলে ভূমি অফিসের তদন্ত প্রতিবেদনের মাধ্যমে মামলাটি বাতিল হয়ে যায়। গতকাল জলশয়ে মাছ ছাড়তে গেলে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে আমার লোকজনকে আহত করে।
লামা থানা অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম জানান, সংঘর্ষের খবর পেয়েছি। তবে এ বিষয়ে কোন পক্ষই থানায় কোন অভিযোগ দাখিল করে নাই।


শেয়ার করুন