লামায় বসন্ত বড়ুয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন

Lama Manobbandon Photoএম.বশিরুল আলম, লামাঃ

বান্দরবানের লামায় বসন্ত বড়ুয়া হত্যার প্রতিবাদে মানব বন্ধন ও স্মারক লিপি প্রদান কর্মসুচী পালিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মুখে বৌদ্ধ জনকল্যাণ সমিতির উদ্যোগে এ মানব কর্মসুচী পালন করা হয়। উপজেলা বৌদ্ধ জনকল্যাণ সমিতির সভাপতি ডাঃ প্রসেনজিৎ বড়ুয়ার সভাপেিত্ব অনুষ্টিত কর্মসুচীতে বক্তাগণ সম্প্রতি লামা-আলীকদম ও নাইক্ষ্যংছড়িতে সন্ত্রাসীদের বেপরোয়া চাঁদাবাজী, অপহরণ ও হত্যার মাধ্যমে যুগ-যুগ ধরে চলমান শান্তিপূর্ণ সহাবস্থান ও স্থীতিশীলতা ধংস করার অভিযোগ করেছেন। বক্তাগণ আরো বলেন, সন্ত্রাসীরা আলীকদমের থানছি সড়কের সাতাইশ কিলোমিটার স্পটে ৩ গরু  বব্যবসায়ীকে হত্যা। একমাসের মধ্যেই গত ৪মে লামার কলা ব্যবসায়ী বসন্ত বড়ুয়াকে জবাই করে হত্যা। এ ঘটনার ১০ দিনের মাথায় নাইক্ষ্যংছরি’র বাইশারি ইউপির পুর্ব চাকপাড়ায় মংশুইউ চাক (৭০) নামক বৌদ্ধ ভিক্ষুকে জবাই করে হত্যা। এর আগে সীমান্তবর্তী টেকনাফে আনসার ক্যাম্পে হামলা চালিয়ে আনসার সদস্যকে হত্যা করে অস্ত্র ও গোলা-বারুদ লুট করে এলাকায় নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে। সাম্প্রতিক সময়ের মধ্যে ঘটে যাওয়া এসব ঘটনা একই যোগসুত্রে গাথা বলে বক্তাগণ উল্লেখ করে এর আশু প্রতিকার চেয়ে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্থক্ষেপ কামনা করেছেন।
মানব বন্ধন কর্মসুচীতে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমান, মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন বাদশা, পৌর আওয়ামী লীগ সভাপতি ও কাউন্সিলার মোহাম্মদ রফিক, সাবেক মেয়র, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও বিশিষ্ট কাট ব্যাসায়ি মোঃ তাজুল ইসলাম, কৃষকলীগ সভাপতি জাপান বড়ুয়া, যুবলীগ নেতা বিশ্বজিৎ বড়ুয়া, ইঞ্জিনিয়ার শিপ ুবিকাশ বড়ুয়া। মানব বন্ধন কর্মসুচী শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবরে স্মারক লিপি প্রদান করেন।


শেয়ার করুন