লামায় প্রতিবন্ধি গৃহবধূকে ধর্ষন, থানায় মামলা

indexএম.বশিরুল আলম, লামা :
লামায় স্বামী পরিত্যাক্তা প্রতিবন্ধি নারী এক লম্পটের লালসার শিকার হয়ে ৬ মাসের অন্ত:সত্বা, থানায় মামলা। লামা থানার মামলা নং-৫, তারিখ : ২৩/০২/২০১৬ মূলে জানাযায়, পৌরসভার হরিণঝিরি ৯ নং ওয়ার্ডের বাসিন্দা আনা মিয়ার ছেলে, এরশাদ মিয়া (৩৫) একই এলাকার এক গৃহবধুকে তার স্বামীর অনুপুস্থিতিতে বিয়ের প্রলোভন দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন করে। বর্তমানে ধর্ষিতা গৃহবধূ ৬ মাসের অন্ত;সত্বা বলে মামলায় উল্লেখ করেন। আরো উল্লেখ করা হয় যে, ৬ বছর আগে এই গ্রহবধুর স্বামী তাকে দ’ুটি কন্যা সন্তানসহ ত্যাগ করে অনত্র চলে যায়। সে মানুষের ক্ষেতে খামারে কাজ করে এবং তার মা এলাকায় ভিক্ষাভিত্তি করে জীবিকা নির্বাহ করে থাকে। এক পর্যায়ে গত ১৬/৭/২০১৫ সালে স্থানীয় এরশাদ মিয়ার তামাক ক্ষেতে কাজ করা অবস্থায় তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারিরীকভাবে ভোগ করে। এর ফলে সে ৬ মাসের অন্ত:সত্বা হয়ে, বিয়ে না করায় ও সামাজিক সুরাহা না পেয়ে লামা থানায় অভিযোগ করে। এব্যপারে পুলিশ নারী শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯ (১) ধারায়, ধর্ষন করার অপরাধে মামলা রুজু করেন। মিথ্যা প্রলোভনের শিকার হয়ে ধর্ষিতা ২ সন্তানের জননী একজন বুদ্ধি প্রতিবন্ধি বলে স্থানীয়রা জানান। এব্যপারে লামা থানার অফিসার ইনচার্জ মো: ইকবাল হোসেন জানন, মামলা রুজু হওয়ার সাথে সাথে ভীকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য বান্দরবান পাটানো হয়েছে, আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।


শেয়ার করুন