লামায় জাতীয় শোক দিবস পালিত

unnamed (2)এম.বশিরুল আলম, লামা:
সারা দেশের ন্যয় বান্দরবানের লামা উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিল- সরকারি, বে-সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা (অর্ধ্ব নির্মিত) উত্তোলন, দোয়া মাহফিল, মসজিদ, মন্দির, ক্যায়াং ও গীর্জায় বিশেষ প্রার্থণা। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের অংশ গ্রহনে বঙ্গবন্ধুর উপর রচনা প্রতিযোগিতা, পুরুস্কার বিতরণী। সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা শেষে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষার্থী, রাজনৈতিক ও সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের সমন্বয়ে এক শোক র‌্যালী বের করে। উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরীর নেতৃত্বে অনুষ্ঠিত র‌্যালীটি উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। এ উপলক্ষে স্থানীয় টাউন হলে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান ও বিশেষ অতিথি ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য মো. জহিরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার আল মাহমুদ হাসান, ৩৩ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক হাফিজ আল মোহাম্মদ গাদ্দাফী, মাতামুহুরী ডিগ্রি কলেজ অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি শেখ মাহাবুবুর রহমান, সহকারী কমিশনার (ভুমি) আকতার হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, লামা প্রেসক্লাব সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়–য়া। এদিকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে বিশাল কাঙ্গালী ভোজ, মিলাদ ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৭টায় ‘‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা’’ শীর্ষক উপজেলা পরিষদ চত্বরে প্রমাণ্য চিত্র প্রদর্শনীর আয়োজন করে লামা জেলা তথ্য অফিস।


শেয়ার করুন