৯ স্কুলে

লামায় এসএসসি পরীক্ষায় ৭ জন জিপিএ-৫ পেয়েছে

eeee444এম.বশিরুল আলম, লামাঃ

বান্দরবানের লামায় এবারের এসএসসি ফলাফলে আগের রেকর্ড ভঙ্গ করে পাশের হারের অগ্রগতি হয়েছে। উপজেলার ৯ টি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ৭ জন জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে লামামুখ উচ্চ বিদ্যালয়ে এককভাবে ৫ জন। এরা হলো, নিশান চাকমা, বাবুমার্মা কেঅং, সুক্যচিং মার্মা, লালচেপ্টা বম ও মোহাম্মদ রতন মিয়া। বাকী দু’জন লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের পারভিন আক্তার ও লামা সরকারী উচ্চ বিদ্যালয়ের মোঃ আলীম উদ্দীন।
এবারের স্কুল ভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা, লামা সরকারী উচ্চ বিদ্যালয়ের ১৮৬ জন। পাশ করেছে ১৫২ জন, জিপিএ-৫ পেয়েছে-১জন ফেল করেছে ৩৪ জন, পাশের হার ৮১.৭৩। লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী ৮৮ জন, পাশ করেছে ৮০ জন, জিপিএ-৫ পেয়েছে ১ জন, ফেল করেছে ৮ জন, পাশের হার ৯০.৯১। চাম্বি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীর সংখ্যা ১১১ জন, পাশ করেছে ৮৬ জন ফেল করেছে ২৫ জন,পাশের হার ৭৭.৪৮। ফাঁসিয়াখালী উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী ২৩ জন,পাশ করেছে ১৫ জন, ফেল করেছে ৮ জন, পাশের হার ৬৫.২২। লামামুখ উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী ১০৯ জন, পাশ করেছে ১০৫ জন, জিপিএ-৫ পেয়েছে ৫ জন, ফেল করেছে ৪ জন,পাশের হার ৯৬.৩৩। হাইদারনাশী উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী ৪৭ জন,পাশ করেছে ২৬ জন ফেল করেছে ১৯ জন, পাশের হার ৫৩.৭৮। ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী ২৮ জন, পাশ করেছে ১৮ জন, ফেল করেছে ১০ জন, পাশের হার৬৪.২৯। গজালিয়া উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী ২৪ জন,পাশ করেছে ১৫ জন,ফেল করেছে ৯ জন, পাশের ৬২.৫০। ফাইতং উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী ১৮ জন, পাশ করেছে ১৫ জন,ফেল করেছে ৩ জন, পাশের হার ৮৩.৩৩ জন। সামগ্রীকভাবে পাশের হার ৮১.০১।
সেইসাথে উপজেলার ৪ টি মাদ্রাসার মধ্যে লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার পরীক্ষার্থী ৪৮ জন,পাশ করেছে ৩৫ জন, ফেলের সংখ্যা ১৩, পাশের হার ৭২.৯২%। হ্য়াদারনাশী মুহাম্মদীয়া দাখিল মাদ্রাসার পরীক্ষার্থী ৪৩ জন, পাশ করেছে ৪০ জন ফেলের সংখ্যা ৩ জন, পাশের হার ৯৩.০২%। লাইনঝিরি দাখিল মাদ্রাসা’র পরীক্ষার্থী ৬৫ জন, পাশ করেছে ৫৩ জন, ফেল করেছে ১২ জন, পাশের হার৮১.৫৪%। তামিরে মিল্লাত দাখিল মাদ্রাসার পরীক্ষার্থী ২০ জন, পাশ করেছে ১৫ জন, ফেল ৫ জন, পাশের হার ৭৫.০০%।


শেয়ার করুন