লম্বা হওয়ায় জেল থেকে মুক্তি

lomba-400x230সিটিএন ডেস্ক:
আরবিতে একটি প্রবাদ আছে, ‘কুল্লু তবিলিন আহমাকুন’ অর্থাৎ প্রতিটি লম্বাই ‘আহম্মক’। কথাটির সত্যতা কিছুটা থাকলেও প্রতিটি লম্বা মানুষই যে আহম্মক এমন নয়। লম্বাদের চিকন বুদ্ধি না থাকলেও তাদের লম্বা হওয়াটা ঠিকই মানুষকে আকৃষ্ট করে। নানা বিপদ থেকেও মুক্তি পেয়ে যান সহজে। শুধুমাত্র লম্বা হওয়ার কারণেই জেলখানা থেকে ছাড়া পেলেন এক ইউরোপিয়ান নাগরিক।
সাত ফুটের চেয়েও বেশি লম্বা টিনিকে চুরির অভিযোগে আড়াই মাসের জেল দেওয়া হয়। কিন্তু জেল কর্তৃপক্ষের কাছে মাথা ব্যথার কারণ হয়ে ওঠে টিনি। তার গায়ে না আটে কয়েদিদের কাপড়, না জেলখানায় তার সাইজের বিছানা রয়েছে।
জেল কর্তৃপক্ষ বিষয়টি আদালতের নিকট পেশ করলে জজ টিনিকে জামিন দিয়ে দেন।


শেয়ার করুন