লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংবর্ধনায় সাংসদ কমল

0111সোয়েব সাঈদ, রামু

রামু-কক্সবাজার আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেছেন, শিক্ষকরা জাতির শ্রেষ্ঠ সন্তান। তারা মানুষ গড়ার কাজে নিবেদিত থাকেন। মহৎ কর্মই শিক্ষকদের সমাজে সর্বোচ্চ সম্মানে ভূষিত করে।
তিনি গতকাল রবিবার (৩ এপ্রিল) সকালে রামু উপজেলার লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হাকিম মিয়া অবসরজনিত বিদায় সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ সাইমুম সরওয়ার কমল বিদ্যালয়টিকে উচ্চ বিদ্যালয়ে রুপান্তর এবং এলাকার বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন সহ জনগুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের আশ্বাস দেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির আলহাজ্ব নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা শিবলু দাস, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রিয় যুগ্ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদুল আলম, সাবেক প্রধান শিক্ষক আনোয়ারুল হক সিকদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম মিজানুর রহমান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বিদায়ি শিক্ষক হাকিম মিয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মাস্টার নুরুল হোসাইন, তরুন সমাজসেবক আজিজুল হক আজিজ, মৌলানা আবদুর রাজ্জাক, ছাত্রনেতা ইমরানুল হক রিদুয়ান।
অনুষ্ঠানে বিদ্যালয়টির প্রতিষ্ঠাকালীন শিক্ষক মাস্টার নুরুল আমিন, রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মৌলানা বখতেয়ার আহমদ, হাজ্বী নুরুল কবির উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি, বিদায়ি শিক্ষক হাকিম মিয়া ও উষা বড়–য়াকে ক্রেষ্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।
লম্বরীপাড়া ইসলামী পাঠাগারের সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক সভাপতি, দাতা ও শিক্ষানুরাগি সদস্যদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। তাদের মধ্যে রয়েছেন, প্রতিষ্ঠাতা সভাপতি কলিম উল্লাহ কন্ট্রাকটর, দাতা সদস্য মরহুম হাজ্বী গুরা মিয়া (মরনোত্তর), সাবেক সভাপতি মরহুম হাজ্বী জেবুল হোসেন (মরনোত্তর), মরহুম মোজাহের আহমদ সওদাগর (মরনোত্তর), মরহুম মোকতার আহমদ সওদাগর (মরনোত্তর), শিক্ষানুরাগি সদস্য কাদের হোছাইন, সাবেক সভাপতি নুরুল আমিন, হাজ্বী ছিদ্দিক আহমদ, আলহাজ্ব আলী আকবর সওদাগর, বর্তমান সভাপতি হাজ্বী নুরুল আমিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিদায়ি শিক্ষকের সম্মানে শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর ও বিদ্যালয়ের ছাত্রী উর্মি শাহরিন ও জেসমিন আকতার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হাফেজ মোহাম্মদ খুবাইব।
অনুষ্ঠানে প্রধান অতিথিকে শুভেচ্ছা জানান, বিদ্যালয়ের শিক্ষক ফরিদ উদ্দিন হেলালী, সাবেক ছাত্র সাইফুল্লাহ, রিয়াজ উদ্দিন রানা, মঈন উদ্দিন, নবী হোছাইন ও সেলিম উল্লাহ প্রমূখ।


শেয়ার করুন