লন্ডনের সুবিশাল মসজিদে ভয়াবহ অগ্নিকাণ্ড

120896_1সিটিএন ডেস্ক :

লন্ডনের সুবিশাল একটি মসজিদে শনিবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এটি পশ্চিম ইউরোপের বৃহত্তম মসজিদ হিসেবে পরিচিত।

দক্ষিণ-পশ্চিম লন্ডনের মর্ডেনে অবস্থিত বায়তুল ফুতুহ মসজিদটিতে অগ্নিকাণ্ডের পর সেখানে ১০টি অগ্নি নির্বাপক ট্রাক পাঠানো হয়েছে।

পুরো শহর থেকেই ধোয়ার কুণ্ডলী দেখা যায়।

আহমদিয়া মুসলিম সম্প্রদায়ের এই মসজিদটিতে বৈঠক এবং সামজিক ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

৫.২ একর জমির ওপর ২০০৩ সালে প্রতিষ্ঠিত মসজিদটিতে ১০,৫০০ লোকের নামাজের ব্যবস্থা রয়েছে।

এর মিনার মাটি থেকে ৭৫ মিটার উঁচু।

অগ্নিকাণ্ডের সময় মসজিদটিতে কেউ নামাজে ছিল না।

আগুনে মসজিদটির নীচ তলার অর্ধেক, প্রথম তলার একাংশ এবং ছাদের অংশবিশেষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

লন্ডন ফায়ার বিগ্রেড জানায়, আগুনে মসজিদটির প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হলে নামাজের স্থানের ক্ষতি হয়নি। এ ঘটনায় সন্দেহভাজন দুই কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে-যাদের বয়স ১৪ ও ১৬।

সূত্র: এএফপি, ডেইলি মেইল


শেয়ার করুন