র‌্যাব হেফাজতে প্রশ্নপত্র ফাঁসে আটক ইউজিসি কর্মকর্তার মৃত্যু

news-img-33909-400x249মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আটক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-ইউজিসি’র সহকারী পরিচালক ওমর সিরাজ র‌্যাবের হেফাজতে মারা গেছেন। তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। র‌্যাবের অমানুষিক নির্যাতনে তিনি মারা গেছেন বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা।
ওমর সিরাজের ভাই জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে ফোন করে ওমরের মৃত্যুর বিষয়টি জানায় র‌্যাব-৪। কিন্তু কি কারণে তার মৃত্যু হয়েছে, সে ব্যাপারে কিছুই জানাননি তারা। খবর পাওয়ার পরপরই ঢাকা মেডিকেলের মর্গে ছুটে যান নিহতের বড় ভাই। ভাইয়ের মৃত্যুর জন্য র‌্যাবকে দায়ী করে এর বিচার চান তিনি।
তবে এ ব্যাপারে র‌্যাবের বিভিন্ন মহলে যোগাযোগ করে কারো বক্তব্য পাওয়া যায়নি। নিহত ওমর সিরাজ প্রায় সাড়ে ৩ বছর আগে ইউজিসি’তে যোগ দেন। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গত ১৮ সেপ্টেম্বর সকালে তাকে আটক করে র‌্যাব।-সময়টিভি।


শেয়ার করুন