উখিয়ায় দিনদুপুরে

রোহিঙ্গা সন্ত্রাসী কর্তৃক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গাছ লুট

3dd59196-1978-4d8b-9b9a-3fd9c1ef32a1শফিক আজাদ, উখিয়া 

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কুতুপালং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মনোরম আবহাওয়া উপভোগের একমাত্র মাধ্যম, বিদ্যালয় আঙ্গিনার চতুরপাশের্^র ১৫ বছর পুর্বের সরকারী ভাবে রোপিত আকাশমণি ৫টি গাছ কুতুপালং ক্যাম্পের রোহিঙ্গা সন্ত্রাসী ইলিয়াছের নেতৃত্বে একদল কাঠচোর চক্র লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে।

গতকাল শুক্রবার বিকেলে এ ঘটনাটি ঘটে। গাছ লুটপাটকারীরা প্রধান শিক্ষিকার নিকট থেকে গাছ গুলো সাড়ে তিন হাজার টাকায় ক্রয় করেছে বলে সাংবাদিকদের স্বীকার করলেও প্রধান শিক্ষিকা ঝুমঝুম নাহার গাছ বিক্রির অভিযোগ অস্বীকার করেন বলেন, গাছ কাটার কোন কথা নেই, তবে বিদ্যালয় পরিচালনা কমিটির সাথে গাছের ঢালপালা ছাটার কথা ছিল মাত্র।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, সাবেক ইউপি সদস্য বখতিয়ার আহমদ বলেন, প্রধান শিক্ষিকা বিদ্যালয়ে বনায়ন সৃজন কথা বলেছিল গত সপ্তাহে স্কুলে মাসিক সভায়। তখন গাছ কাটার কোন কথা হয়নি। উপজেলা (ভারপ্রাপ্ত) প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামীম ভূইঁয়া বলেন, বিদ্যালয়ের গাছ কর্তন করতে হলে শিক্ষা অফিসকে অবহিত করতে হয়, এখন আমি এ ব্যাপারে অবগত নয়। এখন সচেতন এলাকাবাসির প্রশ্ন হচ্ছে তাহলে কুতুপালং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গাছ গুলোর কার নির্দেশে কর্তন পূর্বক লুটপাট করা হয়েছে?


শেয়ার করুন