রোহিঙ্গা সঙ্কট বাংলাদেশের অর্থনীতিতে সঙ্কট তৈরি করবে : মার্কিন রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট বলেছেন, রোহিঙ্গা সঙ্কট বাংলাদেশের অর্থনীতিতে সঙ্কট সৃষ্টি করবে।

আজ সোমবার রাজধানীর একটি হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (অ্যামচেম) আয়োজিত মধ্যহ্নভোজে অংশ নিয়ে একথা বলেন তিনি।

অ্যামচেম সভাপতি নুরুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

বাংলাদেশ সরকার এবং জনগণকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ছয় লক্ষাধিক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ অত্যন্ত মানবিকতার পরিচয় দিয়েছে। নির্যাতন বন্ধ করতে এবং বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে মিয়ানমারকে আন্তর্জাতিকভাবে চাপ দেয়ার জন্য জাতিসঙ্ঘ এবং কূটনৈতিক মহলে কাজ করে যাচ্ছেন বলেও জানান তিনি।

বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে দুর্নীতি প্রধান বাধা উল্লেখ করে এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।

এ ছাড়া বিদ্যমান সমস্যাগুলো দূর করার পাশাপাশি অতিরিক্ত শুল্ক এবং অবকাঠামোগত সীমাবদ্ধতা দূর করার ওপর গুরুত্বারোপ করেন মার্কিন রাষ্ট্রদূত।


শেয়ার করুন