রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন

উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ার কুতুপালং ৫ নম্বর ক্যাম্পে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টায় রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

কক্সবাজার ফায়ার স্টেশনের ইনচার্জ অতিশ চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার (৬ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে উখিয়া ৫ নম্বর ক্যাম্পে এ অগ্নিকাণ্ডের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এটা নাশকতার আগুন বলে রোহিঙ্গারা সন্দেহ করছে।
স্থানীয় রাজাপালং ইউনিয়ন পরিষদ মেম্বার ও কুতুপালং ক্যাম্প এলাকার বাসিন্দা হেলাল উদ্দিন জানান, দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে এনেছে। তিনি জানান, তাৎক্ষণিকভাবে আগুনের প্রকৃত কারণ জানতে পারেননি তিনি। তবে সাধারণ রোহিঙ্গারা নাশকতার আগুন বলে সন্দেহ করছেন।


শেয়ার করুন