ঘুমধুমে বিজিবি-বিজিপি’র পতাকা বৈঠক অনুষ্টিত

রোহিঙ্গা অনুপ্রবেশ ,মাদক চোরাচালান প্রতিরোধে দু’দেশ সম্মত

07শফিক আজাদ, উখিয়া
উখিয়ার পাশ্ববর্তী ঘুমধুম সীমান্তের বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সড়কের সন্নিকটে বাংলাদেশের অভ্যন্তরে গতকাল বৃহস্পতিবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার গার্ড অব পুলিশ (বিজিপি) মধ্যে এক পতাকা বৈঠক অনুষ্টিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ বৈঠক অনুষ্টিত হয়। উক্ত বৈঠকে দু’দেশের সীমান্ত সমস্যা ছাড়া ও রোহিঙ্গা অনুপ্রবেশ, ইয়াবা,মাদক ও চোরাচালান সম্পর্কে বিষদ আলোচনা হয়। বাংলাদেশের পক্ষ থেকে এসব বিষয়ে আপত্তি উপস্থাপন করিলে বর্ডার গার্ড অব পুলিশ (বিজিপি) তা প্রতিরোধের আশ্বস্থ করেন বিজিবিকে। সোহার্দ্যপূর্ণ এই পতাকা বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১২ সদস্যের মধ্যে নেতৃত্বদেন চট্টগ্রাম রিজিয়ন কমান্ডার ও অতিরিক্ত মহা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হাবিবুল করিম। অপরদিকে মিয়ানমার বর্ডার গার্ড অব পুলিশ (বিজিপি) পক্ষে নেতৃত্বদেন ১নং মংডুস্থ মিয়ানমার পুলিশের কমান্ডিং অফিসার ব্রিগেডিয়ার জেনারেল মং মং থিন।
এসময় দু’দেশের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কর্ণেল আনিসুর রহমান পিএসসি, লেঃ কর্ণেল মোঃ হাসান মোরশেদ পিএসসি, লেঃ কর্ণেল ইমরান উল্লাহ সরকার, লেঃ কর্ণেল এ আর এম নাসির উদ্দিন একরাম পিএসসি, লেঃ কর্ণেল মোঃ আবুজার আল জাহিদ, লেঃ কর্ণেল শফিউল আজম পারভেজ, মেজর মাহবুব, এবং মেজর মুহাম্মদ আমিনুল ইসলাম।


শেয়ার করুন