রোহিঙ্গাদের দেখতে আচ্ছেন ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিকরা

ইসলাম মাহমুদ :

মিয়ানমার থেকে পালিয়ে উখিয়া -টেকনাফে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পরিস্থিতিতে দেখতে আচ্ছেন ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিকরা।

চলমান এই সঙ্কট নিয়ে এশিয়ার বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানান, আগামী বুধবার কূটনীতিকদের উখিয়া -টেকনাফে নিয়ে যাওয়া হবে।

চলমান রোহিঙ্গা সঙ্কট ও এ বিষয়ে সরকারের অবস্থান বিদেশি কূটনীতিকদের জানানোর ধারাবাহিকতায় সোমবার এশিয়ার বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের ডাকা হয়।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক হয়।

এর আগে রোববার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, তুরস্ক, ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশ ও মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের এই সঙ্কট সম্পর্কে ধারণা দেওয়া হয়।

প্রসঙ্গত, রাখাইন রাজ্যে জাতিগত সহিংসতা শুরুর পর জীবন বাঁচাতে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসে লাখ লাখ রোহিঙ্গা। গত ২৪ আগস্ট আরকান রাজ্যে পুলিশ পোস্টে হামলার ঘটনার পর অভিযানের নামে সেখানে সাধারণ মানুষ ওপর হত্যা, ধর্ষণ, বাড়িঘরে আগুনসহ নানা নির্যাতন অব্যাহত রেখেছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী। এ কারণে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।


শেয়ার করুন