কক্সবাজারে

রোটারী ইন্টারন্যাশনালের দুই দিন ব্যাপী জেলা সম্মেলন শুরু

735669de-05a2-46aa-86c0-37f060e14df1প্রেস বিজ্ঞপ্তি ॥

কক্সবাজারে দুই দিন ব্যাপী রোটারী ইন্টারন্যাশনালের জেলা সম্মেলন (৩২৮২) শুরু হয়েছে। শুক্রবার সকাল ১০টায় শহরের তারকা মানের হোটেল লং বীচের মিলনায়তনে এই সম্মেলনের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সম্মেলনের উদ্বোধন করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসাইন জিল্লুর রহমান।
তিনি তাঁর বক্তব্যে বলেন- বাংলাদেশ এখন মধ্যম আয়ের রাষ্ট্রে পরিণত হয়েছে। আমরা অর্থনৈতিক ক্ষেত্রে বিশ্ব দরবারে নিজেদের অবস্থান সৃষ্টি করে নিয়েছি। রোটারিয়ানদের নতুন নতুন চিন্তা-ভাবনা নিয়ে এর সুফলকে কাজে লাগাতে হবে।
তিনি বলেন- ‘বি এ গিফট টু দ্যা ওয়ার্ল্ড’ তথা বিশ্বের জন্য উপহার। এই থীম বাস্তবায়নে রোটারিয়ানদের এগিয়ে আসতে হবে এবং কাজ করতে হবে। আতœসামাজিক উন্নয়নে সরকার ও ব্যক্তির পাশাপাশি সামাজিক সংগঠনগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
ডিস্ট্রিক্ট গভর্নর এবিএম ওয়াদুদ উল্লাহর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোটারী ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট এর প্রতিনিধি প্রাক্তণ গভর্নর ড. স্যাম ভোবা।
এতে বক্তব্যে রাখেন- প্রাক্তন প্রেসিডেন্ট ও ডিস্ট্রিক্ট কনফারেন্স-১৬ এর চেয়ারম্যান এম আবু তৈয়ব, আমন্ত্রিত অতিথি বক্তা, নিরাপদ সড়ক আন্দোলনের আহ্বায়ক ইলিয়াছ কাঞ্চন, প্রাক্তন গভর্নর রফিক আহমেদ সিদ্দিকী, প্রাক্তণ গভর্নর মোহাম্মদ এ আওয়াল, প্রাক্তন গভর্নর আব্দুল আহাদ, প্রাক্তন গভর্নর সেলিম রেজা, প্রাক্তন গভর্নর ড. মির আনিসুজ্জামান, প্রাক্তন গভর্নর আমিন্জ্জুামান ভূঁইয়া, প্রাক্তন গভর্নর ইশতিয়াক এ জামান, প্রাক্তন গভর্নর শহীদ আহমেদ চৌধুরী, গভর্নর ইলেক্ট প্রফেসর তৈয়ব চৌধুরী প্রমুখ।
শনিবার সন্ধ্যায় রোটারী গভর্নর (২০১৭-১৮) নির্বাচন অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে শেষ হবে দেড় হাজারের অধিক সদস্যদের নিয়ে আয়োজিত রোটারী ইন্টারন্যাশনালের এই জেলা সম্মেলন।
উল্লেখ্য- রোটারি ইন্টারন্যাশনাল ব্যবসায়ীক ও পেশাদার ক্লাব নিয়ে গড়ে ওঠা বিশ্বব্যাপী সেবামূলক সংগঠন। প্রত্যেক ব্যবসায়ীক ও পেশাদার ক্লাব থেকে একজন ব্যক্তি রোটারি ক্লাবের সদস্য হয়ে থাকেন।
শিকাগোর মার্কিন অ্যাটর্নি পল পি. হ্যারিস ১৯০৫ সালে এ সংগঠনটি প্রতিষ্ঠা করেন। প্রাতিষ্ঠানিক ভিত্তি, ব্যবসা ও পেশাদারী পর্যায়ে উচ্চ নৈতিক মূল্যবোধ গঠন এবং বিশ্বব্যাপী ফেলোশিপ দেওয়ার ব্রত নিয়ে আদর্শ সেবাদানের উদ্দেশে সংগঠনটি গঠন করা হয়।


শেয়ার করুন