রোজা রেখে রক্ত দেওয়া ও নেয়ার বিধান

arkabulblog_1340303687_1-he_raktoচলছে রহমতের বসন্ত। ঝরছে রহমতের অজ¯্র বারিধারা। সিক্ত হচ্ছে মুমিনের হৃদয়। মাহে রমজানের এই পবিত্র ক্ষণে রমজান বিষয়ক গুরুত্বপূর্ণ একটি বিষয়- রোজা অবস্থায় রক্ত দেয়া ও নেয়ার বিধান। আমাদের সময় ডটকমের পাঠকদের বিষয়টি নিয়ে বিস্তারিত দেওয়া হল-
১. রক্ত দেয়া :
মূলত রোজা ভেঙ্গে যাওয়ার সম্পর্ক হলো দেহে কিছু প্রবেশ করার সঙ্গে। যদি পাকস্থলীতে সরাসরি কি প্রবেশ করে তাহলে কিছু শর্ত সাপেক্ষে রোজা ভাঙ্গবে। আর রক্ত দেয়ার ক্ষেত্রে মূলত দেহ থেকে রক্ত বের হয়ে যায়। কোন কিছু দেহে প্রবেশ করে না। তাই রোজা অবস্থায় অপরকে রক্ত দেয়া জায়েয। এতে রোজার কোন অসুবিধা হবে না। তবে কেউ যদি রোজা অবস্থায় রক্ত দিলে দুর্বল হয়ে যাওয়ার আশঙ্কা করে তাহলে তার রক্ত না দেয়া উচিত।
২. রক্তগ্রহণ :
আমরা আগেই বলেছি রোজা ভেঙ্গে যাওযার জন্য একটি বিশেষ শর্ত হল দেহের বাইরে থেকে সরাসরি কোন কিছু পাকস্থলীতে পৌঁছতে হবে। আর রক্ত চলাচল করে রগের মাধ্যমে। প্রথমত রক্ত সরাসরি পাকস্থলীতে পৌঁছে না। দ্বিতীয়ত রগের মাধ্যমে কোন কিছু প্রবেশ করলে শরীয়তের দৃষ্টিতে রোজা নষ্ট হবে না। তাই রোজা অবস্থায় রক্তগ্রহণ করলেও রোজার কোন সমস্যা হবে না।
এক কথায় রোজা অবস্থায় রক্ত দেওয়া ও নেওয়া ভয়টি জায়েয। এতে রোজার কোন অসুবিধা হবে না।
বিস্তারিত দেখুন :
১) আল মাকালাতুল ফিকহিয়্যাহ।
২) ইসলাম ও আধুনিক চিকিৎসা বিজ্ঞান।রোজা রেখে রক্ত দেওয়া ও নেয়ার বিধান
আমাদের সময়.কম : ০৭/০৭/২০১৫
ধৎশধনঁষনষড়মথ১৩৪০৩০৩৬৮৭থ১-যবথৎধশঃড়আবু সাঈদ যোবায়ের : চলছে রহমতের বসন্ত। ঝরছে রহমতের অজ¯্র বারিধারা। সিক্ত হচ্ছে মুমিনের হৃদয়। মাহে রমজানের এই পবিত্র ক্ষণে রমজান বিষয়ক গুরুত্বপূর্ণ একটি বিষয়- রোজা অবস্থায় রক্ত দেয়া ও নেয়ার বিধান। আমাদের সময় ডটকমের পাঠকদের বিষয়টি নিয়ে বিস্তারিত দেওয়া হল-
১. রক্ত দেয়া :
মূলত রোজা ভেঙ্গে যাওয়ার সম্পর্ক হলো দেহে কিছু প্রবেশ করার সঙ্গে। যদি পাকস্থলীতে সরাসরি কি প্রবেশ করে তাহলে কিছু শর্ত সাপেক্ষে রোজা ভাঙ্গবে। আর রক্ত দেয়ার ক্ষেত্রে মূলত দেহ থেকে রক্ত বের হয়ে যায়। কোন কিছু দেহে প্রবেশ করে না। তাই রোজা অবস্থায় অপরকে রক্ত দেয়া জায়েয। এতে রোজার কোন অসুবিধা হবে না। তবে কেউ যদি রোজা অবস্থায় রক্ত দিলে দুর্বল হয়ে যাওয়ার আশঙ্কা করে তাহলে তার রক্ত না দেয়া উচিত।
২. রক্তগ্রহণ :
আমরা আগেই বলেছি রোজা ভেঙ্গে যাওযার জন্য একটি বিশেষ শর্ত হল দেহের বাইরে থেকে সরাসরি কোন কিছু পাকস্থলীতে পৌঁছতে হবে। আর রক্ত চলাচল করে রগের মাধ্যমে। প্রথমত রক্ত সরাসরি পাকস্থলীতে পৌঁছে না। দ্বিতীয়ত রগের মাধ্যমে কোন কিছু প্রবেশ করলে শরীয়তের দৃষ্টিতে রোজা নষ্ট হবে না। তাই রোজা অবস্থায় রক্তগ্রহণ করলেও রোজার কোন সমস্যা হবে না।
এক কথায় রোজা অবস্থায় রক্ত দেওয়া ও নেওয়া ভয়টি জায়েয। এতে রোজার কোন অসুবিধা হবে না।
বিস্তারিত দেখুন :
১) আল মাকালাতুল ফিকহিয়্যাহ।
২) ইসলাম ও আধুনিক চিকিৎসা বিজ্ঞান।


শেয়ার করুন