রিজার্ভ থেকে টাকা চুরি নিয়ে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী

photo-1457784764-400x310ডেস্ক রিপোর্ট:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে টাকা চুরির ঘটনা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান পর্যবেক্ষণ করছেন। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তাঁদের প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছে।

শনিবার রাজধানীর যাত্রাবাড়ীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে টাকা চুরির ব্যাপারে অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ব্যবস্থা নিচ্ছেন। যা করণীয় তা সঠিকভাবেই করা হচ্ছে। যেখানে যেখানে প্রয়োজন সেখানেই ব্যবস্থা নেবেন। আমাদের কাছে যে ধরনের সহযোগিতা চাওয়া হবে আমরা সেই ধরনের সহযোগিতাই দেব। এটি বলার অপেক্ষা রাখে না।’

সম্প্রতি সাইবার হামলা চালিয়ে দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার (৮৮০ কোটি টাকা) হাতিয়ে নিয়েছে। বাংলাদেশ ব্যাংকের ইতিহাসের বৃহত্তম এই জালিয়াতির ঘটনার তদন্তে বাংলাদেশকে সহায়তা করছে যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তাবিষয়ক কোম্পানি ফায়ার আইয়ের ম্যানডিয়েন্ট ফরেনসিক বিভাগ।

সম্প্রতি বিছিন্নভাবে সংগঠিত পুলিশ সদস্যদের অপরাধমূলক কর্মকা-ের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে- এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের এক লাখ ৭০ হাজার পুলিশ। এর মধ্যে যে দু-একজন অপরাধ করে, তাদের শাস্তি যথাসময়ে সঠিকভাবেই হয়। ডিপার্টমেন্টাল অ্যাকশন বা আইন অনুয়ায়ী যা ব্যবস্থা নেওয়ার আমরা সঙ্গে সঙ্গেই তা নিয়ে থাকি।’


শেয়ার করুন