রাশিয়ায় বৈঠক করলেন মোদি-নওয়াজ

037 (1)পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের আমন্ত্রণে আগামী বছর সার্ক সম্মেলনে ইসলামাবাদ যেতে সম্মত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সন্ত্রাসের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের সিদ্ধান্তও নিয়েছে দুই দেশ। রাশিয়ার উফায় ব্রিকস সম্মেলনের ফাঁকে শুক্রবার বৈঠকের শেষে যৌথ বিবৃতিতে এ কথা জানিয়েছে দুই দেশ।

আগামী বছর পাকিস্তানে অনুষ্ঠিত হবে সার্ক সম্মেলন। নওয়াজের আমন্ত্রণে সাড়া দিয়ে সেই সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদ যেতে সম্মত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রায় এক বছর আগে হুরিয়ত নেতাদের সঙ্গে নয়াদিল্লিতে নিযুক্ত পাক হাইকমিশনারের বৈঠক-বিতর্কের জের ধরে দু’দেশের নির্ধারিত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক বন্ধ করে দিয়েছিল সাউথ ব্লক। এর পর দুই দেশের মধ্যে ফোন-কূটনীতি হলেও বৈঠক হয়নি। অবশেষে আলোচনার টেবিলে বসলেন দুই দেশের দুই শীর্ষনেতা। বৈঠকটিকে অত্যন্ত ফলপ্রসূ বলে ব্যাখ্যা করেছে দুই দেশই।

শুক্রবার উফায় প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেন নরেন্দ্র মোদি এবং নওয়াজ শরিফ। বৈঠক শেষে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রী যৌথ ঘোষণা পড়ে শোনান। তবে পাকিস্তানের পক্ষ থেকে বৈঠকে কিংবা ঘোষণায় কাশ্মির প্রমঙ্গে কিছুই বলা হয়নি। বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছে ভারত। সব ধরনের সন্ত্রাসের নিন্দা করার পাশাপাশি সন্ত্রাসের বিরুদ্ধে এক সঙ্গে লড়াই করার বিষয়ে সম্মত হয়েছে দুই দেশই। বৈঠকে উঠে এসেছে মুম্বই হামলার প্রসঙ্গও। হামলার পর চার বছর কেটে গেলেও পাকিস্তান অপরাধীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়ায় প্রথম থেকেই ক্ষুব্ধ ছিল দিল্লি। বৈঠকে মুম্বাই হামলায় সন্দেহভাজন জাকিউর রহমান লাখভিসহ হামলায় অভিযুক্তদের বিরুদ্ধে অবিলম্বে কড়া ব্যবস্থা নিতে নওয়াজকে অনুরোধ করেছেন মোদী।

এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রনালয় জানিয়েছে , সন্ত্রাস মোকাবিলায় শিগগিরিই দিল্লিতে আলোচনায় বসবে দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা।


শেয়ার করুন