রাশিয়ায় ফ্লাইদুবাইয়ের যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, নিহত ৫৫

fly_dubai-jugantor_7322_120669-400x225সিটিএন ডেস্ক:
রাশিয়ায় ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার শিকার ঐ বিমানটিতে ৬১ আরোহী ছিলেন এবং এদের মধ্য থেকে ৫৫ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।
এদিকে, বেশ কিছু গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, বিমানে থাকা সব আরোহীই নিহত হয়েছেন।
এয়ারপোর্ট ট্রাফিক কন্ট্রোলের বরাত দিয়ে রাশিয়ান একটি সংবাদ সংস্থা বলছে, ফ্লাই দুবাইয়ে যাত্রীবাহী (৭৩৭) বোয়িংটি দক্ষিণাঞ্চলীয় রোস্তভ অন ডন-এ অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে।
ফ্লাই দুবাইয়ের বিমানটি রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর রুস্তভ-অন-দন শহরে শনিবার গ্রিনিচ মান সময় রাত পৌনে ১টায় বিধ্বস্ত হয়।বোয়িং-৭৩৮ বিমানটি দুবাই থেকে আসছিল। বিমানটি অবতরণ করতে চাইলে রানওয়ে থেকে ছিটকে পড়ে। এতে আগুন ধরে যায় বলে কর্মকর্তারা জানিয়েছেন। তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।দুর্ঘটনাস্থলে ১০০ উদ্ধারকর্মী পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে।দুবাইভিত্তিক ফ্লাইদুবাই একটি কম-ব্যয়ের বিমান সংস্থা। প্রায় ৯০টি গন্তব্যে এর বিমান চলাচল করে।
সূত্র : বিবিসি/সিএনএন


শেয়ার করুন