রামু সেনানিবাসে নতুন ৪টি ইউনিটের পতাকা উত্তোলন

সিটিএন :

রামু সেনানিবাসের আরো ৪টি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয়েছে। মঙ্গলবার সকালে রামু ৪টি ডিভিশনের পতাকা উত্তোলন অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর চীফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেঃ জেনারেল মোঃ নাজিম উদ্দীন।

এসময় তিনি আভ্যন্তরীণ এবং বাহ্যিক যে কোন হুমকি মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার আহবান জানান। পতাকা উত্তোলন অনুষ্ঠানে ১০ পদাতিক ডিভিশনের ডিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাকসুদুর রহমানসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সেনাবাহিনীর একটি চৌকস দল কুচকাওয়াজ প্রদর্শন করে এবং সিজিএস’কে সালাম প্রদান করে।

লেঃ জেনারেল মোঃ নাজিম উদ্দীন বর্তমান সরকারের নানা উন্নয়নের কথা তুলে ধরে বলেন, নেতৃত্বের প্রতি আস্থা ও শৃঙ্খলা মান বজায় রেখে নিজ কর্তব্য পালন করার আহবান জানান সেনা সদস্যদের।

জানা যায়, ৪ ইউনিট হল, ৬৩ ইস্ট বেংগল, ৩৯ এসটি ব্যাটালিয়ন, ৫৫ ফিল্ড এ্যাম্বুলেন্স এবং ১৫৩ ফিল্ড ওয়ার্কশপ কোম্পানি। ২০১৪ সালে ৬টি ডিভিশনের মধ্য দিয়ে দশ পদাতিক ডিভিশন প্রতিষ্ঠা হয়। নতুন চারটি ডিভিশন সহ মোট ২৪টি ইউনিটে এখন রামু সেনানিবাস।


শেয়ার করুন