রামু বাঁকখালী উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

ramu pic bakkhali school 24.2.16সোয়েব সাঈদ, রামু
সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া চর্চা শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে সহায়তা করে। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় বর্তমান প্রজন্মকে পরিপূর্ণভাবে গড়ে তুলতে হলে পাঠ্য বইয়ের পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের এগিয়ে নিতে হবে। রামু বাঁকখালী উচ্চ বিদ্যালয়ে দুই দিন ব্যাপী বার্ষিক সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
গতকাল বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল দশটায় বিদ্যালয় মাঠে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও কক্সবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নাছির উদ্দিন।
রামু বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সংগীত ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা প্রবীর বড়–য়া, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক ও রামু কলেজের সহকারি অধ্যাপক ইজত উল্লাহ, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুনীল কুমার শর্মা, রাজারকুল মনসুর আলী সিকদার আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আবদুল হাসেম, রামু কলেজের শিক্ষক মানসী বড়ুয়া, রামু কলেজের লাইব্রেরিয়ান ভুবন বড়–য়া, এটিএন নিউজ এর কক্সবাজার প্রতিনিধি এসএম জাফর, নুুরুল আমিন, আওরঙ্গজেব টিপু, সাইফুল ইসলাম প্রমূখ।
বিদ্যালয়ের সহকারি শিক্ষক জেসমিন আকতার ও আসমা তুল এলা’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাখাওয়াত সুলতান, অসীম বড়–য়া, আশীষ কুমার দাশ, কমল কান্তি দাশ সহ বিদ্যালয় পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য, শিক্ষক, অভিভাবক এবং ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
দুইদিন ব্যাপী প্রতিযোগিতার প্রথম দিনে সাহিত্য-সংস্কৃতিতে আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, নির্ধারিত বক্তৃতা, দেশাত্ববোধক গান, রবীন্দ্র সংগীত, লোকগীতি, চিত্রাংকন, সাধারণ জ্ঞান বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিচারকের দায়িত্ব পালন করেন, বিশিষ্ট সংগীত শিল্পী প্রবীর বড়–য়া, বশিরুল ইসলাম, মানসী বড়–য়া, মিনা মল্লিক, তাপস মল্লিক ও সাংবাদিক সোয়েব সাঈদ। প্রধান শিক্ষক সৈয়দ নজরুল ইসলাম জানিয়েছেন, আজ বৃহষ্পতিবার (২৫ ফেব্রুয়ারি) প্রতিযোগিতার দ্বিতীয় দিনে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।


শেয়ার করুন