রামুতে বিদ্যুৎ লাইনের নির্মাণকাজের উদ্বোধন

ramu news & pic 20 july (002)খালেদ হোসেন টাপু, রামু:
“শেখ হাসিনার উদ্যোগ-ঘরে ঘরে বিদ্যুৎ” এ স্লোগানকে সামনে রেখে কক্সবাজারের রামু উপজেলার দুর্গম পাহাড়ি অঞ্চল কাউয়ারখোপ বৃহত্তর উখিয়ার ঘোনা এলাকায় বিদ্যুৎ লাইন নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম বলেছেন, বর্তমান শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার। তারই ধারাবাহিকায় সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলের সহযোগীতায় রামুতে বিদ্যুৎ বিহীন প্রত্যেক এলাকায় আলোয় আলোকিত করা হবে।
বুধবার (২০ জুলাই ) উখিয়ার ঘোনা স্কুল পাহাড় এলাকায় বিকেলে খুঁটি গেঁড়ে প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি একথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম অঞ্চলের বিদ্যুৎ বিতরণ সিস্টেম উন্নয়নের প্রকল্পের নির্বাহী প্রকৌশলী রিয়াজুল হক, এসিসেন্ট ইঞ্জিনিয়ার নুরুল আবছার চৌধুরী, রামু পিডিবি’র আবাসিক প্রকৌশলী অশোক কুমার দাশ, কাউয়ারখোাপের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা শামসুল আলম, গর্জনিয়ার চেয়ারম্যান ছৈয়দ নজরুল ইসলাম, কাউয়ারখোপের চেয়ারম্যান মোস্তাক আহমদ, যুবলীগ নেতা নবীউল হক আরকান, হাবিব উল্লাহ মেম্বার, সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ নেতা আবুল মঞ্জুর, সহিদুল ইসলামসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন স্বেচ্ছাসেবকলীগ নেতা নুরুল ইসলাম নাহিদ এবং শুরুতে কুরআন তেলোওয়াত করেন মাওলানা আইয়ুব আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম আরো বলেন, সাংসদ কমলের ঐকান্তিক প্রচেষ্টায় উখিয়া ঘোনায় নির্মিত হয়েছে সাইমুম সরওয়ার কমল উচ্চ বিদ্যালয়, বিভিন্ন সড়ক সংস্কার, কালভার্ট, ব্রীজ নির্মাণ, খাল কনন করা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে বিদ্যুৎ লাইন স্থাপনের মাধ্যমে প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে।
পিডিবি সূত্র জানায়, চট্টগ্রাম অঞ্চলের বিদ্যুৎ বিতরণ সিস্টেম উন্নয়ন প্রকল্পের আওতায় রামু উপজেলার প্রায় ১৮ কিলোমিটার নতুন লাইনের মাধ্যেমে সংযোগ চালু হবে এবং পুরাতন বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা পূর্ন মেরামত করা হবে।
এদিকে বুধবার কাউয়ারখোপ উখিয়ার ঘোনা, স্কুল পাহাড়, লামার পাড়া, ফকির পাড়া, গুদাম কাটা, নাপিতের ঘোনা, কালা ঘোনা এলাকার বিদ্যুৎ লাইন নির্মাণকাজ শুরু হয়েছে। এরপর কচ্ছপিয়ার মৌলভী কাটাসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ লাইন নির্মাণ করা হবে।


শেয়ার করুন