রামুতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধন

0সোয়েব সাঈদ, রামু

রামুতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (৬ এপ্রিল) বিকাল ৩টায় রামু উপজেলার দক্ষিন মিঠাছড়ি ইউনিয়নের কক্সবাজার-টেকনাফ সড়কে কক্সবাজার ইয়ুত ট্রেনিং সেন্টার সম্মুখে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে ব্লাস্ট-ইপসা সিএলএস প্রকল্পের রামু আইন সহায়তা জোট। মানববন্ধনে ইপসা আইন সহায়তা জোটের সদস্য ছাড়াও স্কুল-কলেজের ছাত্রছাত্রী ও বিভিন্ন পেশার নারী-পুরুষ অংশ নেন।
আইন সহায়তা জোটের সদস্য জোসনা আকতার বলেন, বর্তমান সময়ে দেশের বিভিন্ন স্থানে নারীর প্রতি যে সহিংসতা বৃদ্ধি পেয়েছে তা থেকে মুক্তির জন্য সকলকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যাতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও নারী অধিকার নিশ্চিত করা যায়। নারীরা মাতৃজাতী ও জাতীর বিবেকবান সন্তানের মা হিসেবে তাদের প্রতি বর্তমানে যে অত্যাচার ও নির্যাতন হচ্ছে তা রোধ করতে সকলকে এগিয়ে আসতে হবে। মানববন্ধন চলাকালে আরো বক্তব্য রাখেন ব্লাস্ট-ইপসা সিএলএস প্রকল্পের মনিটরিং এ্যন্ড ডকুমেন্টেশন অফিসার এ.কে.এম. মনিরুল হক, উপজেলা ম্যনেজার রায়হান উদ্দিন আহমেদ এবং রামু সিএলএস কেন্দ্রের এফএফ. মোহাম্মদ রশিদ আজাদ।


শেয়ার করুন