রামুতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

ramu pic uno 2সোয়েব সাঈদ, রামু

কক্সবাজারের রামুতে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি পালনে রামু উপজেলা প্রশাসনের আয়োজনে ব্লাস্ট-ইপসা কনসোর্টিয়ামের ”কমিউনিটি লিগ্যাল সার্ভিসেস ফর একসেস টু জাস্টিস” প্রজেক্টের সহযোগিতায় বর্নাঢ্য র‌্যালী বের করা হয়।
বৃহষ্পতিবার ২৮ এপ্রিল সকাল দশটায় রামু উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হওয়া র‌্যালীতে নেতৃত্ব দেন, উপজেলা নির্বাহী অফিসার সেলিনা কাজী। র‌্যালীতে রামু উপেজলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী হোসেন, ব্লাস্ট-ইপসা কনসোর্টিয়ামের ”কমিউনিটি লিগ্যার সার্ভিসেস ফর একসেস টু জাস্টিস” প্রজেক্টের প্রোগ্রাম অফিসার-ট্রেইনিং ফারজানা ফেরদৌস, রামু উপজেলা ম্যানেজার রায়হান উদ্দীন আহমেদ ভূইঁয়া, মাঠ সমন্বয়কারি রশীদ আজাদ ও শিপন বড়ুয়া সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ সর্বস্তুরের নারী-পুরুষ অংশ নেন।
জাতীয় আইনগত সহায়তা দিবস’১৬ এর প্রতিপাদ্য বিষয় ছিল ‘গরীব দুঃখীর বিচার পাওয়ার অধিকার, বর্তমান সরকারের অঙ্গীকার’। প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিবসের অনুষ্ঠানে অংশ নেয়া অতিথিবৃন্দ গরীব দুঃখির ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিজেদের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।


শেয়ার করুন