রামুতে ছড়া পাঠের আসর

ramu pic charua 2সোয়েব সাঈদ, রামু :
জেলার বরণ্যে শিক্ষাবিদ প্রফেসর মোশতাক আহমদ বলেছেন, সাহিত্যের অন্যতম ও জনপ্রিয় মাধ্যম ছড়া। কেবল ছড়া লেখা আর ছড়া শোনাটাই বড় নয়। ছড়া যুগে যুগে সমাজ গড়ার হাতিয়ার হিসেবে কাজ করেছে। গদ্য সাহিত্যে যেভাবে মনের ভাব ফুটিয়ে তোলা যায়, ছড়া সাহিত্যে তার চেয়ে অনেক বেশী সহজ ও আকর্ষনীয় করে মনের ভাব ফুটিয়ে তোলায়। ছড়ায় থাকে বক্তব্য, প্রতিবাদের ভাষা। তাই ছড়া সাহিত্য সকল মানুষকেই সহজে আকর্ষণ করে। কামাল হোসেন সম্পাদিক ছড়ার ম্যাগাজিন ছড়–য়া নতুন প্রজন্মকে ছড়া সাহিত্যে উৎসাহিত করতে ভূমিকা পালন করে যাচ্ছে।

ছড়াকার কামাল হোসেন সম্পাদিত ছড়া বিষয়ক লিটল ম্যাগাজিন ‘ছড়–য়া’র ষষ্ঠ সংখ্যার মূল্যায়ন ও ছড়া পাঠের আসরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ছড়ুয়া প্রকাশনা প্রতিষ্ঠান কক্সবাজার চিন্তন প্রকাশন গত শুক্রবার (২ অক্টোবর) বিকাল পাঁচটায় রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে। চিন্তন প্রকাশন এর প্রকাশক সাংবাদিক খালেদ শহীদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ছড়–য়া সম্পাদক কামাল হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কবি ও গীতিকার অধ্যাপক সিরাজুল হক সিরাজ বলেন, একাত্তরের ছড়াশিল্পীরা ছড়া লিখে মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরনা দিয়েছিলেন। কিন্তু যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন হয়েছিলো সে স্বপ্ন এখনো বাস্তবায়ন হয়নি। বোয়াল মাছ আর রাক্ষুসে ভরে গেছে দেশ। বৃষ্টির ফোটা পড়ার জন্য পাতা নেই, পাখি বসার জন্য নেই গাছ। অথচ ছড়ার প্রাণ ছিলো গাছ-পালা, নদী, পাখি। তাই স্বাধীনতার স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে ছড়াকারদের আবারো জেগে উঠতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সাবেক প্রধান শিক্ষক সাধন কুমার দে, অবসরপ্রাপ্ত শিক্ষক কবি এম, সুলতান আহমদ মনিরী ও ছড়াকার ধনিরাম বড়–য়া, কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছড়াকার মো, নাছির উদ্দিন, সুশাসনের জন্য নাগরিক সুজন রামুর সভাপতি মাষ্টার মোহাম্মদ আলম, সাধারণ সম্পাদক অধ্যাপক ইজত উল্লাহ, রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মফিজুল ইসলাম, কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যাললয়ের প্রধান শিক্ষক কিশোর বড়–য়া, সহকারি প্রধান শিক্ষক আলী হায়দার, বিশিষ্ট সাংবাদিক ও ছড়াকার দর্পন বড়–য়া, বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের সংগীত প্রযোজক বশিরুল ইসলাম, কন্ঠশিল্পী মানসী বড়–য়া, রামু নিউজ ডটকম এর প্রধান সম্পাদক নীতিশ বড়–য়া, বিশিষ্ট প্রাবন্ধিক মো. ফরিদ আলী, মনসুর আলী সিকদার আইডিয়্যাল স্কুলের প্রধান শিক্ষক মো. আবদুল হাশেম, এটিএন নিউজ এর কক্সবাজার প্রতিনিধি এস,এম জাফর, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমস্বয়কারি সুপানন্দ বড়–য়া, জোয়ারিয়ানালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে রামুর সব্যসাচি লেখক কবি আশীষ কুমার স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

ছড়–য়া’র প্রধান সম্পাদক সোয়েব সাঈদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় আরো অংশ নেন, কবি তাপস মল্লিক, রামু রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি অর্পন বড়–য়া, রামু লেখক ফোরামের সাধারণ সম্পাদক প্রত্যাশা সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, ছড়–য়া’র সম্পাদনা সহযোগি সাংবাদিক ওবাইদুল হক নোমান, সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী, কচ্ছপিয়া নাপিতেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম, উখিয়ারঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক স্বপন বড়–য়া, পূর্ব মোহাম্মদপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুরজিত বড়–য়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খলিলুল্লাহ ফোরকান আমেল, জোয়ারিয়ানালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ইসমত জাহান, তরুন ছড়াকার ওবাইদুল হক জীবন, ব্র্যাক ব্যাংক কর্মকর্তা মো. জামাল হোসেন, সংস্কৃতিকর্মী রাজিব বড়–য়া প্রমূখ। অনুষ্ঠানে সম্প্রতি বিসিএস পরীক্ষায় (প্রশাসন ক্যাডার) উন্নীত হওয়ায় ছড়–য়া সম্পাদক কামাল হোসেনের ছোট বোন তাসলিমুন নেছাকে অভিনন্দন জানানো হয়।

ছড়া পাঠের আসরে অংশ নেন, কবি ও গীতিকার অধ্যাপক সিরাজুল হক সিরাজ, কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছড়াকার মো, নাছির উদ্দিন, বিশিষ্ট সাংবাদিক ও ছড়াকার দর্পন বড়–য়া, কন্ঠশিল্পী মানসী বড়–য়া, ছড়–য়া প্রকাশক খালেদ শহীদ, ছড়–য়া’র প্রধান সম্পাদক সোয়েব সাঈদ, সম্পাদক কামাল হোসেন, শিক্ষার্থী খলিলুল্লাহ ফোরকান আমেল, জোয়ারিয়ানালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ইসমত জাহান, তরুন ছড়াকার ওবাইদুল হক জীবন, শিশু শিক্ষার্থী অর্পিতা চৌধুরী, ত্রিসন্ধ্যামনি, অনুভব সিন্হা বর্ণ ও মো. তামিম ছিদ্দিক। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর।


শেয়ার করুন