রামুতে এমপি কমলের উদ্যোগে ইফতার মাহফিল

ifter pic minister ramuখালেদ হোসেন টাপু,রামু :

ধর্মীয় অনুশাসন মেনে চলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন সিকদার। শুক্রবার (১ জুলাই) রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় স্টেডিয়ামে আয়োজিত জেলার সর্ববৃহৎ ইফতার মাহফিল ও সাংগঠনিক পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বীরেন সিকদার বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, তথ্য প্রযুক্তি, কৃষি, যোগাযোগ ব্যবস্থা, ক্রীড়া, সংস্কৃতিসহ সর্বক্ষেত্রে বাংলাদেশ এখন প্রতিবেশী দেশগুলোর কাছে উদাহরণ। নতুন নতুন কর্মসংস্থার সৃস্টির মাধ্যমে বেকারত্ব্ দুর হচ্ছে যুব সমাজের। মানুষের নিরাপদ জীবন নিশ্চিত করতে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবেলায় আন্তরিকতার সাথে কাজ করছে সরকার।
রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করেন কক্সবাজার- ৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।
আয়োজক কমিটির চেয়ারম্যান, সাবেক ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ নেতা জাফর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা বলেন, বিগত ইউপি নির্বাচনে নৌকা ডুবানোর ষড়যন্ত্রে লিপ্ত রামু উপজেলা আওয়ামীলীগের কতিপয় নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, সাবেক যুগ্ম সম্পাদক এডভেকেট নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এডভোকেট রনজিত দাশ, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এডভোকেট সুলতানুল আলম, রামু উপজেলা পরিষদের সাবেক (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মুসরাত জাহান মুন্নি, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রহিম উদ্দিন, সাধারণ সম্পাদক কায়ছারুল হক জুয়েল, রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর, রামু প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক স্বদেশ শর্মা, রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এডভোকেট মোজাফ্ফর আহমদ হেলালী।
রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়ার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে ছিলেন, কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন কোম্পানি, ফতেখাঁরকুল (সদর) ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ফরিদুল আলম, চাকমারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান, খুনিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মাবুদ, গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ঈদগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহাম্মদ ভুট্টো, জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন প্রিন্স, কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহাম্মদ, রশিদ নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম, রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ ভুট্টো, খুরুস্কুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ছিদ্দিক, চৌফলন্ডি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াজ করিম বাবুল।
আরো উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা ফরিদুল আলম, নুরুল হক, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক রুস্তম আলী চৌধুরী, বঙ্গবন্ধু সৈনিকলীগ সভাপতি ইউনুছ খান, যুবলীগ নেতা মাসুদুর রহমান মাসুদ, জেলা মৎসজীবিলীগের সহ সভাপতি আনছারুল হক ভুট্টো, এমপি কমলের ব্যক্তিগত সহকারী আবু বক্কর ছিদ্দিক, রামু উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ওসমান গণি, ফতেখাঁরকুল স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আজিজুল হক আজিজ, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, তাঁতীলীগের সভাপতি নুরুল আলম জিকু প্রমূখ। এতে মোনাজাত পরিচালনা করেন ওলামালীগ নেতা মৌলানা জমির উদ্দিন।
এদিকে, যথাযথ ধর্মীয় ভাব গাম্ভির্যে আয়োজিত ইফতার মাহফিলকে ঘিরে কক্সবাজার সদর ও রামু উপজেলার আওয়ামীলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। নতুন সাঁজে সাঁজানো হয় বিশাল জায়গা জুড়ে রামু হাইস্কুল স্টেডিয়াম।


শেয়ার করুন