৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

রামুতে অগ্নিকান্ডে সাত দোকান ভষ্মিভুত

02খালেদ হোসেন টাপু, রামু

কক্সবাজারের রামুতে ভয়াবহ অগ্নিকান্ডে সাত দোকান ভষ্মিভুত হয়েছে। এতে ৫০ লক্ষ টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ভুক্তভোগীরা। অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে রামু উপজেলার বাইপাস ষ্টেশনের সালাম কমপ্লেক্সে। জানা গেছে, বেলা ১২টার দিকে হঠাৎ অগ্নিকান্ডের সুত্রপাত হয়ে মুহুর্তেই ছড়িয়ে পড়ে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে ধারনা করছে কমপ্লেক্সের ব্যবসায়িরা। আগুনের লেলিহান শিখা নিয়ন্ত্রনে স্থানীয়দের প্রাণপণ চেষ্টার পৌনে এক ঘন্টা পর কক্সবাজার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়স্ত্রনে আনতে সক্ষম হয়। কিন্তু ততোক্ষনে একে একে সম্পুর্ন ভষ্মিভুত হয় ৫টি দোকান এবং ২টি দোকান আংশিক ভষ্মিভুত হয়। অগ্নিকান্ডের খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছেন রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম, উপজেলা নির্বাহী অফিসার সেলিনা কাজী, থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর।
এসময় উপস্থিত জনতা রামুতে নির্মিতব্য ফায়ার সার্ভিস ষ্টেশনের নিমার্ণ কাজে বাধা প্রদানকারীদের প্রতিহত করে দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিস ষ্টেশনের কার্যক্রম চালু করার জোর দাবী জানান। তারা বলেন, রামুতে ফায়ার সার্ভিস ষ্টেশনের কার্যক্রম চালু থাকলে তিন মিনিটের মধ্যে ষ্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছতে পারতো। কক্সবাজার থেকে রামু পৌঁছতে প্রায় এক ঘন্টা সময় অতিবাহিত হয়। রামুর উন্নয়নে বাধাপ্রদান কারীদের আইনের আওতায় আনারও দাবী জানান ভুক্তভোগি জনতা।


শেয়ার করুন