ম্যাজিষ্ট্রেট,র‌্যাব,বিজিবি, পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবে

রাত পোহালে মহেশখালী পৌরসভা নির্বাচন

downloadএম বশির উল্লাহ: মহেশখালী

রাত পোহালে (২০ মার্চ) মহেশখালী পৌরসভার নির্বাচন অনুষ্টিত হবে। সুষ্টু নির্বাচন অনুষ্টানের লক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন। কক্সবাজার জেলার আলোচিত মহেশখালী পৌরসভাতে ৩য় বারের মত অনুষ্টিত হতে যাচ্ছে পৌর নির্বাচন। মহেশখালী পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৭,৯৬০ ভোট, পুরুষ ভোটার ৯৪১৭ , মহিলা ভোটার ৮৫৪৩ ভোট,কেন্দ্র ৯টি। এবারের নির্বাচনে দায়িত্ব পালন করবে, ৫ম্যাজিষ্ট্রেট, র‌্যাব,বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা। শুক্রবার (১৮মার্চ) রাত ৮টা থেকে সকল প্রচার প্রচারণা বন্ধ রয়েছে। মহেশখালী পৌরসভার ৯টি কেন্দ্র ও ভোটার সংখ্যা হল। ১ নং পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা (১৭২৫), ২ নং মহেশখালী আর্দশ উচ্চ বিদ্যালয়,(২১৭০), ৩ নং মহেশখালী ডিগ্রি কলেজ,(২৯৫৮), ৪ নং বার্মিজ সরকারী প্রার্থমিক বিদ্যালয়(১৬৭৫) ৫ নং ঘোনা পাড়া ফোরকানিয়া মাদ্রাসা(২৩৯২) ৬ নং গোরকঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়(১৯৩৭), ৭ নং গোরকঘাটা ইউনিয়ন ভুমি অফিস(১৩৪৯), ৮ নং গোরকঘাটা ইসলামিয়া মাদ্রাসা(২০৮৪), ৯ নং চরপাড়া সাইক্লোন সেল্টার(১৬৭০) ভোট।
মহেশখালী পৌরসভা নির্বাচনে মুল প্রতিদ্বন্ধিতা হবে ২ প্রার্থীর মধ্যে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বর্তমান মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া (নৌকা), আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী (নারকেল গাছ) প্রতীক নিয়ে সরওয়ার আজম বিএ। মহেশখালী পৌরসভা নির্বাচনের রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম জানান, একটি সুষ্টু , অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা প্রতিটি কেন্দ্রে ৯ জন পুলিশ, ১৪ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবে। এছাড়াও পৌরসভার ৯টি কেন্দ্রে সর্বাক্ষনিক দায়িত্ব পালন করবে ৫ জন ম্যাজিষ্ট্রেট, র‌্যাব, বিজিবি ও পুলিশের বিশেষ টিম কাজ করবে। ভোট গ্রহনের জন্য ৯ জন প্রিজাইডিং অফিসার, ৪২ জন সহকারী প্রিজাইডিং অফিসার, ৮৪ জন প্রিজাইডিং অফিসার দের কে বিশেষ প্রশিক্ষণ শেষে নামের তালিকা চুডান্ত করা হয়েছে। এদিকে পৌর নির্বাচনে মোট ৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করলে ও ৩ জন প্রার্থী প্রচার প্রচারনা চালিয়েছেন।


শেয়ার করুন