রাজনৈতিক দলের কর্মীদের কারণে সহিংসতা হচ্ছে : সিইসি

rokib-400x266সিটিএন ডেস্ক :

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমেদ বলেছেন, রাজনৈতিক দলের কর্মীদের কারণেই ইউপি নির্বাচনে সহিংসতার ঘটনা ঘটছে।

শনিবার বিকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, প্রার্থীরা নির্বাচনে দাঁড়াবে। ভোটাররা যাদের ভোট দিবে তারাই নির্বাচিত হবে। এতে কেন সহিংসতা হবে?। তবে রাজনৈতিক দলের কর্মীদের কারণে ইউপি নির্বাচনে সহিংসতা হচ্ছে। কর্মীরা যদি শান্ত থাকত তা হলে ভোটের সময় কোনো মারামারি হত না। কিন্তু রাজনৈতিক দলের কর্মীদের মাথা গরমের কারণে এসব ঘটনা ঘটছে।

তিনি আরো বলেন, তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে যতটুকু সহিংসতার ঘটনা ঘটেছে, আমরা চাই পরবর্তী নির্বাচনগুলোতে যাতে কোনো ধরনের সহিংসতার ঘটনা না ঘটে, সেজন্য সবার সহযোগিতা কামনা করছি। যদি সবাই মিলে যদি আমাদের সাহায্য করেন তাহলে পরবর্তী নির্বাচনে সহিংসতার পরিমাণ শূন্যের কোঠায় নামিয়ে আনতে পারব।


শেয়ার করুন