চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির সভায় বক্তারা

রাজনের খুনীদের কঠোর শাস্তি দাবী

cru-news-picture-2ddddবার্তা পরিবেশক:

চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটি (সিআরইউ) আয়োজিত সামিউল আলম রাজন হত্যার প্রতিবাদ সভায় বক্তারা বলেছেন রাজন হত্যাকান্ড ইতিহাসের একটি বর্বর ও কলংকিত অধ্যায় উল্লেখ করে বলেন অমানবিক ও জঘন্যতম পৈসাচিক নির্যাতন করে রাজনকে হত্যা করা হয়েছে। রাজনের চিহ্নিত হত্যাকারীরা এত সাহস কোত্থেকে পেল উল্লেখ করে বক্তারা আরো বলেন, আইন শৃঙ্খলা বাহিনী সচেতন ও দায়িত্বশীল হলে রাজনকে নির্মম ভাবে মৃত্যুবরণ করতে হতোনা। বক্তারা রাজনের চিহ্নিত খুনেিদর দ্রুত গ্রেপ্তার করে তাদের কঠিন শাস্তির দাবী জানিয়ে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির যুগ্ম আহ্বায়ক আলমগীর নূর। বক্তব্য রাখেন সিআরইউ’র প্রধান সমন্বয়কারী দিদার আশরাফী, সাংবাদকি রূপু দাস, হারুনুর রশিদ রাশু, জাহাংগীর আলম, প্রশান্ত চৌধুরী জিশু, আওরঙ্গজেব খাঁন সম্রাট, নাজিম উদ্দিন রাসেল, আলাউদ্দিন জুয়েল, কাজী আরমানুর রশিদ, সাইফুল ইসলাম সেলিম, মোহাম্মদ জাহেদ প্রমুখ।


শেয়ার করুন