রাজধানীতে ২ বিশ্ববিদ্যালয় ছাত্র ‘নিখোঁজ’, স্বজনদের উদ্বেগ

সিটিএন ডেস্ক:

রাজধানীর উত্তরা থেকে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রকে আটকের পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আদালতে সোপর্দ করেনি বলে দাবি করেছেন তাদের অভিভাবকরা। গত ২৮শে মার্চ রাত দেড়টায় রাজধানীর উত্তরা থেকে তাদের আটকের দাবি করে দুই ছাত্রের অভিভাবক জানিয়েছেন এ বিষয়ে পুলিশ স্বীকার বা অস্বীকার কিছুই করছে না। নিখোঁজ দুই ছাত্র জাহিদুল ইসলামের পিতা- রুহুল আমিন ও ওমর ফারুকের পিতা- বদরুদ্দিন বিশ্বাস জানিয়েছেন, রাজধানীর উত্তরার ৬ নম্বর সেক্টরের ১নং রোডের বাসায় মধ্যরাতে ঘুমিয়ে থাকা অবস্থায় সরকারি তিতুমীর কলেজে পড়ুয়া জাহিদুল ইসলাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ওমর ফারুককে আটক করে উত্তরা পূর্ব থানা পুলিশ। খবর পেয়ে আইনি প্রক্রিয়া গ্রহণের জন্য পুলিশের সঙ্গে যোগাযোগ করি। কিন্তু পুলিশ তাদের গ্রেপ্তারের কথা অস্বীকার কিংবা স্বীকার কোনটাই করছে না। দু’দিন পার হয়ে গেলেও তাদেরকে এখনও কোর্টে না তোলায় আমরা উদ্বিগ্ন হয়ে পড়েছি। পুলিশের অসহযোগিতার কারণে আমরা আইনি প্রক্রিয়াও গ্রহণ করতে পারছি না। এদিকে বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পেরেছি গত দুইদিন ধরে থানায় তাদের উপর ব্যপক নির্যাতন চালানো হচ্ছে।  আমাদের জানা মতে, তারা কোন ধরণের রাজনীতি বা অপরাধের সাথে জড়িত নয়। এর পরও তারা যদি কোন অপরাধ করেও থাকে, তাহলে এর জন্য দেশের আইন মেনেই বিচার হওয়ার কথা। আমরাও এটাই আশা করি। কিন্তু বেআইনিভাবেই পুলিশ তাদেরকে কোর্টে না তুলে থানায় রেখে নির্যাতন চালাচ্ছে।


শেয়ার করুন