রাখাইন পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদের উদ্বেগ

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে রোহিঙ্গা সঙ্কট নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা বন্ধ, মানবিক সহায়তা অব্যাহত রাখা ও কোফি আনান কমিশনের প্রতিবেদন বাস্তবায়নে জোর দিয়েছেন নিরাপত্তা পরিষদের সদস্যরা। বুধবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে এসব আলোচনা হয়। এদিকে চলমান রোহিঙ্গা সঙ্কট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইরান। সূত্র জানায়, মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা সঙ্কট নিয়ে আলোচনার জন্য নিরাপত্তা পরিষদের বৈঠক আহ্বানের প্রস্তাব দেয় যুক্তরাজ্য। যুক্তরাজ্যের প্রস্তাবের প্রেক্ষিতে বুধবার এই বৈঠক হয়। বৈঠকে রাখাইন ও রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। মিয়ানমারের এই দুইপক্ষের মধ্যে সহিংসতা বন্ধ, মানবিক সহায়তা অব্যাহত রাখা ও কোফি আনানের নেতৃত্বে গঠিত কমিশনের প্রতিবেদন বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

নিরাপত্তা পরিষদের ১২ সদস্য রাখাইন ও রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেয়ার জন্য তারা বাংলাদেশের প্রশংসা করেন। প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ আলোচনা চলে।

বৈঠকের শুরুতে জাতিসংঘের পক্ষ থেকে সহকারী মহাসচিব মিরোস্লাভ ইয়াংকা রাখাইন পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন। তিনি জানান, রাখাইনে জাতিসংঘের অঙ্গ সংগঠনগুলোকে অত্যন্ত সীমিত আকারে কাজ করতে হচ্ছে। এর ফলে তাদের কাছে গোটা পরিস্থিতির পূর্ণ চিত্র নেই। জাতিসংঘের পক্ষ থেকে রাখাইন পরিস্থিতি দেখার জন্য একটি ফ্যাক্ট ফাইন্ডিং মিশন গঠন করা হয়েছিল। কিন্তু মিয়ানমার সরকারের বিরোধিতার কারণে তারা রাখাইনে যেতে পারেনি। এ বিষয়টি নিয়েও নিরাপত্তা পরিষদে আলোচনা হয়। পরবর্তীতে এ ধরনের আলোচনা আর হবে কিনা জানতে চাইলে সূত্র জানায়, পরিস্থিতি খারাপ হলে ভবিষ্যতে আবার আলোচনা হতে পারে।

এর আগে বুধবার পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রবার্ট ডি ওয়াটকিন্স বৈঠক করেন। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্ত পরিস্থিতি তুলে ধরেন। তিনি রোহিঙ্গা সঙ্কট সমাধানে কোফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নে জাতিসংঘকে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আহ্বান জানান। একই সঙ্গে চলমান রোহিঙ্গা সঙ্কটে জাতিসংঘের সমর্থন প্রত্যাশা করেন পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের ওপর চলমান দমনাভিযানে উদ্বেগ প্রকাশ করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, মিয়ানমারে মুসলিমদের মানবাধিকার লঙ্ঘন নিয়ে ইরান সরকার গভীর উদ্বেগ প্রকাশ করছে। সেখানে তাদেরকে হত্যা করা হচ্ছে এবং দেশ ছাড়তে বাধ্য করা হচ্ছে। তিনি মিয়ানমার সরকারের প্রতি ‘দিনের পর দিন দেশটির মুসলিমদের মানবাধিকারের চরম লঙ্ঘন বন্ধ করার এবং দেশে চলমান অমানবিক ও নৃশংস পরিস্থিতি’ থামানোর উদ্যোগ নেয়ার আহ্বান জানান।


শেয়ার করুন