রমজানে ২০ এপ্রিল পর্যন্ত খোলা থাকবে স্কুল-কলেজ, সাপ্তাহিক ছুটি ২দিন

সিটিএন ডেস্কঃ

শুধু রমজান মাসে সপ্তাহে দুই দিন—শুক্র ও শনিবার ছুটি সহকারে নির্দেশনাটি বাস্তবায়নের কথা সোমবার (৪ এপ্রিল) জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আগামী ২০ এপ্রিল পর্যন্ত দেশের সকল স্কুল, কলেজ খোলা রাখার নির্দেশনা দিয়েছে সরকার।

শুধু রমজান মাসে সপ্তাহে দুই দিন—শুক্র ও শনিবার ছুটি সহকারে নির্দেশনাটি বাস্তবায়নের কথা সোমবার (৪ এপ্রিল) জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এর আগে গত ২৮ মার্চ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান আগামী ২৬ এপ্রিল পর্যন্ত খোলা রাখার নির্দেশ দিয়েছিল মন্ত্রণালয়।

২০২০ সালে দেশে কোভিড-১৯ মহামারির প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর ওই বছরের ১৭ মার্চ সরকার সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে। এর ১৮ মাস পর গত বছরের সেপ্টেম্বরে এসে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে শুরু করে।

এরপর সরকার গত ২১ জানুয়ারি আবারো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেয়, যা ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বাস্তবায়িত হয়।

এর আগে গত ১৯ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছিলেন, ২০ রমজান পর্যন্ত দেশে সকল প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে।


শেয়ার করুন