মসজিদ-এ সুফিয়া ও নূরানী মাদ্রাসার ইফতার মাহফিলে বক্তারা

”রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে জীবনকে পরিশুদ্ধ করতে হবে”

press picপ্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার শহরের তারাবনিয়ারছড়ার খুরুস্কুল রোডস্থ মসজিদ-এ সুফিয়া ও নূরানী মাদ্রাসার ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। ৮ জুলাই বিকালে অত্র মসজিদ প্রাঙ্গণে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মসজিদের সভাপতি আলহাজ্ব হাজী নূর আহমদের সভাপতিত্বে মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক হিমছড়ির ভারপ্রাপ্ত সম্পাদক হাসানুর রশীদ, কক্সবাজার কলেজের সাবেক ভিপি ও মসজিদ প্রতিষ্ঠাতা আলহাজ্ব ছৈয়দ করিম, খুরুস্কুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আবদুর রহিম, মসজিদ-এ সুফিয়া নূরানী মাদ্রাসার সভাপতি মমতাজুল ইসলাম, দৈনিক হিমছড়ির যুগ্ম বার্তা সম্পাদক হুমায়ুন সিকদার প্রমুখ। মাহফিল পরিচালনা করেন কামরুল হাসান মিনার। মাহফিলে ‘রমজানের তাৎপর্য্য’ শীর্ষক বিষয়ে আলোচনা করেন মাওলানা ছলিমুল্লাহ জিহাদী ও মাওলানা আলম নূর। এই সময় এতিম ছাত্র-ছাত্রী ও অসহায় লোকজনের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
মাহফিলে বক্তারা বলেন, ‘রমজান হচ্ছে আত্ম সংযমের মাস। রমজানের এই শিক্ষা কাজে লাগিয়ে জীবনকে পরিপূর্ণ ও পরিশুদ্ধ করতে হবে। আত্মত্যাগ আর উদারতার মাধ্যমে সমাজ ও অসহায়দের পাশে দাঁড়াতে হবে।’
মাহফিলে দোয়া পরিচালনা করেন মসজিদ-এ সুফিয়ার ইমাম হাফেজ সাইফুল ইসলাম।


শেয়ার করুন