যৌন হয়রানী নির্মূলের দাবীতে কক্সবাজারে শিক্ষার্থীদের মানববন্ধন

Cox Humanchainসংবাদ বিজ্ঞপ্তি
যৌন হয়রানী নির্মূলের দাবীতে কক্সবাজারে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ প্রচার অভিযান উপলক্ষে ৩ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে কক্সবাজার বায়তুশ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থীদের নিয়ে এ কর্মসুচি আয়োজন করে যৌন হয়রানী নির্মূলকরণ নেটওয়ার্ক।
নেটওয়ার্কের জেলা কমিটির সভাপতি সাংবাদিক ফজলুল কাদের চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কক্সবাজার বায়তুশ জব্বারিয়া একাডেমির প্রধান শিক্ষক ছৈয়দ করিম, যৌন হয়রানী নির্মূলকরণ নেটওয়ার্ক এর জেলা কমিটির সদস্য পৌর নারী কাউন্সিলর মনজুমন নাহার, সাংবাদিক ইমাম খাইর, সমাজেসেবক হেলাল উদ্দিন সিকদার প্রমুখ।
‘নারী নির্যাতন মানব না, প্রতিকার প্রতিরোধে সোচ্ছার হব’ শ্লোগানে পালিত কর্মসুচিতে নেটওয়ার্ক এর জেলা কমিটির সদস্য ও ব্র্যাকের মেজনিন কর্মসুচির সেক্টর স্পেশালিস্ট মাসুদ রানা, সাংবাদিক আনোয়ার হাসান চৌধুরী, হুমায়রা আকতার, নিতু বড়–য়াসহ স্কুলের শিক্ষকরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে স্কুলের ৫ শতাধিক ছাত্রছাত্রী অংশ গ্রহণ করে। তারা সকলেই নারী নির্যাতন প্রতিরোধে শপথ নেয়।


শেয়ার করুন