যৌন হয়রানি প্রতিরোধে নাপিতখালীতে র‌্যালী ও মানব

সংবাদ বিজ্ঞপ্তি:
যৌন হয়রানি প্রতিরোধে মেজনিন কমিউনিটি ওয়াচগ্রুপ নাপিতখালী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এবং মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব (মেজনিন) কর্মসূচি ব্র্যাক কক্সবাজারের সহযোগিতায় ২৬ জুলাই সোমবার বেলা ১২.৩০ ঘটিকায় কক্সবাজার সদরের নাপিতখালীতে র‌্যালী ও মানববন্ধন পালিত হয়। মেজনিন কর্মসূচির সেক্টর স্পেশালিস্ট রবিউল ইসলামের পরিচালনায় এবং কমিউনিটি ওয়াচগ্রুপের সদস্য ওয়ার্ড মেম্বার আবদু শুক্কুর হেডম্যানের সভাপ্রধানে র‌্যালী ও মানববন্ধন পালিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নাপিতখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমিউনিটি ওয়াচগ্রুপের আহবায়ক শহিদুল হক। র‌্যালী ও মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমিউনিটি ওয়াচগ্রুপের সদস্য আব্দুল মন্নান। এসময় উক্ত র‌্যালী ও মানববন্ধনে উপস্থিত ছিলেন মেজনিন কমিউনিটি ওয়াচগ্রুপের সদস্য মাস্টার নুর আহমদ. সৈয়দ করিম, মহিলা কাউন্সিলর জাহেদা বেগম, রোজিনা বেগম, ফিরোজা বেগম, মেজনিন কর্মসূচির সেক্টর স্পেশালিস্ট মাসুদ রানা ও স্টুডেন্ট’স ওয়াচগ্রুপ প্রতিনিধি সহ দুই শতাধিক শিক্ষার্থী । মানববন্ধনে সকলে যৌন হয়রানি, বাল্য বিবাহ সহ সকল ধরনের সমস্যা সমাধানে সমাজের সকল বিবেকবান মানুষকে এগিয়ে আসার এবং নিজ নিজ অবস্থান থেকে উদ্দ্যোগ গ্রহনের আহবান জানান


শেয়ার করুন