যৌন হয়রানি ও বাল্য বিবাহ প্রতিরোধে র‌্যালী ও মানববন্ধন

DSC03759বিশেষ প্রতিবেদক:  যৌন হয়রানি ও বাল্য বিবাহ প্রতিরোধে মেজনিন কমিউনিটি ওয়াচগ্রুপ রামু উপজেলার চৌমুহনী এলাকায় র‌্যালী ও মানববন্ধন করেছে।
রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় কমিউনিটি ওয়াচগ্রুপের উদ্যোগে এবং মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব (মেজনিন) কর্মসূচি ব্র্যাক কক্সবাজারের সহযোগিতায় ১৪ জুন মঙ্গলবার বেলা ১২টায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন, রামু খিজারী আদর্শ  উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমিউনিটি ওয়াচগ্রুপের আহবায়ক মফিজুল ইসলাম।
মেজনিন কর্মসূচির সেক্টর স্পেশালিস্ট রবিউল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত র‌্যালীতে উপস্থিত ছিলেন, মেজনিন কমিউনিটি ওয়াচগ্রুপের সদস্য শহিদুল ইসলাম, নাজনিন আক্তার, গিয়াস উদ্দিন এবং মেজনিন কর্মসূচির সেক্টর স্পেশালিস্ট মাসুদ রানা প্রমুখ। যৌন হয়রানি, বাল্য বিবাহ সহ সকল ধরনের সমস্যা সমাধানে সমাজের সকল বিবেকবান মানুষকে এগিয়ে আসার এবং নিজনিজ অবস্থান থেকে উদ্যোগ গ্রহনের জন্য মানববন্ধনে সকলকে আহবান জানানো হয়।


শেয়ার করুন