যোগে ভুল করায় ভেঙে গেল বিয়ে!

আন্তর্জাতিক ডেস্ক: 

103705_1

বিয়ের আসরে বর-কনেসহ অতিথিরা হাজির। চলছে ধূমধাম। কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকতা সারা হবে। এমন সময় হবু বরকে কনের প্রশ্ন-

আচ্ছা বলতো, ১৫ আর ৬ যোগ করলে কত হয়?

বর বেচারা হঠাৎ এমন প্রশ্নে থতমত খেয়ে গেলেও একটু সামলে নিয়ে উত্তর দিলেন- ১৭!

ব্যস! উত্তর শুনে কনে সোজা হাঁটা দিলেন বাড়ির দিকে। আমন্ত্রিত অতিথিরা হতবাক! ঘটনা শুনে কনের অভিভাবকরাও এই ছেলের সাথে মেয়েকে বিয়ে দেবেন না বলে জানিয়ে দিলেন।

ভারতের উত্তর প্রদেশের কানপুরের রসুলাবাদ গ্রামের এই ঘটনা শেষমেশ থানা-পুলিশ পর্যন্ত গড়িয়েছে। গত বুধবারের এ ঘটনাটি নিয়ে স্থানীয় পুলিশ কর্মকর্তাদের বরাতে শুক্রবার খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এপি।

পুলিশ কর্মকর্তা রাকেশ কুমার জানান, বরপক্ষ কনেকে বিয়ের আসরে ফিরিয়ে আনতে বেশ চেষ্টা করলেও তিনি তা প্রত্যাখ্যান করে বলেন, বরের শিক্ষাগত যোগ্যতা নিয়ে তাদেরকে ভুল তথ্য দেয়া হয়েছিল।

কনের বাবা মোহার সিং বলেন, ছেলের শিক্ষাগত যোগ্যতা নিয়ে তার পক্ষ আমাদের অন্ধকারে রেখেছিল। প্রথম শ্রেণীতে পড়া একটা ছাত্রও এই অংকে ভুল করতো না।

পরে পুলিশের মধ্যস্থতায় উভয় পক্ষের মধ্যে লেনদেন করা উপহার ও অন্যান্য জিনিসপত্র হস্তান্তর করা হয়।

সম্প্রতি এই উত্তর প্রদেশেই বিয়ের আসরে পাত্রের বড় ধরনের রোগ থাকার কথা প্রকাশ হয়ে যাওয়ার পর আমন্ত্রিত এক অতিথিকে বিয়ের করেন এক কনে।


শেয়ার করুন