যেখানে অবিবাহিত মেয়েদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ

mobile.jpg1_-400x352আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটের এক গ্রামে অদ্ভূত নিয়ম করেছেন গ্রাম পঞ্চায়েতের নেতারা। তারা সেখানকার অবিবাহিত নারীদের জন্য মোবাইল ফোন নিষিদ্ধ করেছেন। খবর এনডিটিভির।
মোদির জেলা মেহসানা জেলার সুরাজ গ্রামের প্রভাবশালী প্রবীণরা চলতি মাসের গোড়ার দিকে কিশোরী ও তরুণীদের জন্য মোবাইল ব্যবহার নিষিদ্ধ করে একটি আইন করেছে।
এ সম্পর্কে গ্রামের মাথা হিসেবে পরিচিত ডেভশি ভেঙ্কর এএফপিকে বলেছেন, ‘গ্রামের নেতারা মনে করেন অবিবাহিত মেয়েদের জন্য মদ্যপানের মতোই মোবাইল ব্যবহার করা একটি গর্হিত কাজ। এতে সমাজে নানা বিশৃক্সখলা দেখা দেয়।’
তিনি আরও জানান, তারা এখন ওই গ্রামের স্কুল বয়সী ছেলেদের জন্যও মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার পরিকল্পনা করছেন।


শেয়ার করুন