‘যুদ্ধের জন্য তৈরি হচ্ছে বিশ্ব’

image_175320_0
নিউইয়র্ক: সাবেক সোভিয়েত ইউনিয়নের নেতা মিখাইল গর্ভাচেভ বলেছেন, আরেকটি যুদ্ধের জন্য তৈরি হচ্ছে বিশ্ব। তাই পারমাণবিক অস্ত্র, সামরিক রাজনীতিসহ নতুন অস্ত্রের প্রতিযোগিতা থামাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দি ইনডিপেনডেন্ট শুক্রবার এ খবর জানিয়েছে।

৮৫ বছর বয়সী গর্ভাচেভ বলেন, ‘পারমাণবিক সমস্যা নিয়ে সারা বিশ্ব আজ উদ্বেলিত। মনে হচ্ছে নীতি-নির্ধারকরা দ্বিধাদ্বন্দ্বিত। এখন সামরিক রাজনীতি এবং নতুন অস্ত্রের প্রতিযোগিতার চেয়ে অন্য কোনো সমস্যাই গুরুত্বপূর্ণ নয়। বিধ্বংসী এই প্রতিযোগিতা থামানোর বিষয়টিকেই আমাদের সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে।’

সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির এই নেতা আরো বলেন, ‘বর্তমানে যে পরিস্থিত তা খুবই বিপজ্জনক।’ তিনি বলেছেন, ন্যাটো এবং রাশিয়ার সেনা ও অস্ত্রশস্ত্র একে অপরের দিকে তাক করে একটা নির্দিষ্ট দূরত্বে মোতায়েন রাখা হয়েছে। তিনি সাবমেরিন নিয়েও কথা বলেছেন। যেটি একটি মহাদেশের অর্ধেক বিধ্বস্ত করতে পারে।

গর্ভাচেভ বলেন, যুদ্ধমান রাষ্ট্র নিয়ে রাজনীতিবিদ এবং সেনাবাহিনীর নেতারা যে প্রতিরক্ষার কথা বলছেন, তা আরো বিপজ্জনক। টেলিভিশন ব্যক্তিত্বরা এতে অংশ নিচ্ছে। দেখা যাচ্ছে যে, বিশ্ব আরেকটি যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে।

সাবেক সোভিয়েত ইউনিয়নের এই নেতা বলেন, ‘আমি মনে করি এ সমস্যা সমাধানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পদক্ষেপ নেবেন। কারণ এই দুই দেশের কাছে ৯০ শতাংশ পরমাণু অস্ত্র আছে।’

২০১৬ সালে বিবিসির একটি আর্টিকেলে বলা হয়, আমেরিকার এক হাজার ৩৬৭টি, রাশিয়ার এক হাজার ৭৯৬টি এবং যুক্তরাজ্যের ১২০টি নিউক্লিয়ার ওয়ারহেড রয়েছে।

স্নায়ুযুদ্ধ এবং সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির পেছনে মিখাইল গর্ভাচেভের ভূমিকা রয়েছে। এ ছাড়া ১৯৮০ সালে পরমাণু নিরস্ত্রীকরণের ক্ষেত্রে তিনি ভূমিকা পালন করেছেন। -সংবাদমাধ্যম।


শেয়ার করুন