`যক্ষা প্রতিরোধে এগিয়ে আসতে হবে’

photo0359 (1)

প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ও মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ নুরুল আলম বলেছেন, যক্ষা একটি খুবই ভয়াবহ রোগ। এই রোগ প্রতিরোধে শুধু মাত্র সরকার ও সেচ্ছাসেবী সংগঠণ এগিয়ে আসলে হবেনা পাশাপাশি তৃণমূলে পর্যায় থেকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আর আন্দোলনে অন্যতম ভূমিকা রাখতে হবে মসজিদের ইমামদের। ইমামদের সংশ্লিষ্ঠ মসজিদে খুতবা ও বিভিন্ন ওয়াজ নসিহতের মাধ্যমে যক্ষা রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে ব্যাপক প্রচারনা চালাতে হবে। যক্ষা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে ৬ ফেব্রুয়ারী বিকাল ৩ টায় জেলা ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব), চট্টগ্রাম কর্তৃপক্ষ আয়োজিত ইমামদের সাথে জেলা মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) কক্সবাজার জেলা শাখার সভাপতি কবি কামরুল হাসানের সভাপতিত্বে ও ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোঃ ফজল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় শুরুতে কোরআন তেলাওয়াত করেন পেশকার জামে মসজিদের ইমাম মোঃ রুহুল মতিন। সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা এ জেড এম সেলিম। মতবিনিময় সভায় মৌলানা সিরাজুল ইসলাম, মৌলানা সালাউদ্দিন মোঃ তারেক, মৌলানা নূরুল আলম সরকার, মৌলানা মনজুর আহমদসহ বিভিন্ন মসজিদের প্রায় ৩০ জন ইমাম অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সার্বিক সহযোগীতা করেন জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) এর প্রোগ্রাম অফিসার মোঃ হেলাল।


শেয়ার করুন