মোস্ট ওয়ান্টেড জঙ্গি শিহাব গ্রেপ্তার

2016_05_21_02_59_21_o0OjXAh2xthfrEV96FeKkL2d9vqMsg_originalসিটিএন ডেস্ক:
পুরস্কার ঘোষিত মোস্ট ওয়ান্টেড ৬ জঙ্গির মধ্যে ১ একজনকে গেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট (সিটিইউ)। গ্রেপ্তারকৃত ওই তার নাম শিহাব। সে নিষিদ্ধ ঘোষিত আনসারুল্লাহ বাংলা টিমের (এটিবি) সদস্য। তার বাড়ি চট্টগ্রামে।

বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার ডিসি মাসুদুর রহমান।

তিনি জানান, প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যায় সরাসরি অংশ নেয় সে। এছাড়া প্রকাশক আহম্মেদ রশীদ টুটুল হত্যাচেষ্টায়ও অংশ নেয় চট্টগ্রামের শিহাব। তাকে ধরিয়ে দেয়ার জন্য গত ১৯ মে ডিএমপি ২ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল।

চলতি সপ্তাহে গোপন তথ্যের ভিত্তিতে রাজধানির কামরাঙ্গির চরে অভিযান চালিয়ে আনসারউল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে আটক করে গোয়েন্দা পুলিশ। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এটিবির সদস্য শিহাবকে গ্রেপ্তার করা হয়। তবে কোথা থেকে আনসারউল্ল্যাহর এ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানায়নি পুলিশ।

এ বিষয়ে বিস্তারিত জানাতে কিছুক্ষণ পর ডিএমপির মিডিয়া সেলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলেও জানান মাসুদুর রহমান।

প্রসঙ্গত, চলতি বছরের ১৯ মে ব্লগার ও লেখক হত্যায় জড়িত সন্দেহে এবিটির ৬ সদস্যের ছবিসহ তথ্য প্রকাশ করে তাদের ধরিয়ে দিতে ১৮ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে ডিএমপি। এরা হলেন- খুলনার শরীফ, উত্তরবঙ্গের সেলিম, সিলেটের সিফাত, কুমিল্লার সামাদ, চট্টগ্রামের শিহাব এবং ঢাকার পাশ্ববর্তী কোনো জেলার সাজ্জাদ। এদের মধ্যে প্রথম দুজনকে ধরিয়ে দিতে পাঁচ লাখ টাকা করে পুরস্কার ও পরের চারজনের জন্য দুই লাখ টাকা করে পুরস্কার ঘোষণা করে ডিএমপি।


শেয়ার করুন