মোবাইলে কোরআনের এ্যাপস নিয়ে টয়লেটে যাওয়া করা বৈধ কি?

বর্তমানে Android mobile  গুলোতে google apps এ কুরআন শরিফের একটা apps পাওয়া যায়। আরবি- বাংলা অর্থসহ এই কোরআরনটি অনেকে পড়েন। সঙ্গেও রাখেন। প্রশ্নটা হলো, এই মোবাইলসহ তো টয়লেট বা নাপাক জায়গায়ও যায়। কোরআন apps সঙ্গে রাখাটা বা টয়লেটে যাওয়া কতোটা বৈধ? মুফতিদের অভিমত হলো, কোরআন apps যদি মোবাইলের স্ক্রিনে ভাসমান অবস্থায় না থাকে তাহলে সঙ্গে রাখা বা টয়লেটে যাওয়া যাবে। আর যদি স্ক্রিনে খোলা অবস্থায় হয় তাহলে সঙ্গে নিয়ে টয়লেটে প্রবেশ করা বৈধ নয়। গোনাহ হবে। কোরআনের অমর্যাদা হবে।
ফতোয়ায়ে হিন্দিয়ার গ্রন্থকার বলেছেন, যদি আঙটি বা এ জাতীয় কিছুর গায়ে কোরআনের আয়াত লেখা থাকে অথবা আল্লাহর নাম লেখা থাকে তা উম্মোক্ত করে টয়লেটে প্রবেশ করা মাকরুহ। আর যদি ঢেকে দেয় বা কোথাও রেখে প্রবেশ করে তাহলে অসুবিধা নেই।
দুররুল মুখতার গ্রন্থকার লিখেছেন, যদি ঢেকে রাখা হয় তাহলে টয়লেটে প্রবেশে বাঁধা নেই। তবে এইভাবে কোরআন সঙ্গে নিয়ে টয়লেটে না যাওয়াটা উত্তম।


শেয়ার করুন