কুতুবদিয়ায়

“মেধা বিকাশ” বৃত্তি পরীক্ষা ‘১৫ এর পুরুস্কার ও সনদ বিতরণ

02নিজস্ব প্রতিনিধি, কুতুবদিয়া :

গতকাল ১৫ মে (রবিবার) বিকাল ৪টায় কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের হল রুমে বাংলাদেশ কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন কুতুবদিয়া উপজেলা শাখার উদ্যোগে ৫র্থ মেধা বিকাশ বৃত্তি পরীক্ষা ২০১৫ এর বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের পুরুষ্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান বাংলাদেশ কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন কুতুবদিয়া উপজেলা শাখার সভাপতি রমিজ আহমদ কুতুবীর সভাপতিত্বে ও এবিসি মড়েল কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক ও ও সংগঠনটির অর্থ সম্পাদক ওয়াহিদুর রহমান সুজনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,কুতুবদিয়া উপজেলা আ’লীগের সভাপতি সাবেক ছাত্রনেতা আওরঙ্গজেব মাতবর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও আলী আকবর ড়েইল ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নূরুচ্ছাফা বি.কম, কুতুবদিয়া উপজেলা আ’লীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি হাজী মুহাম্মদ তাহের,উপজেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জিল্লুল করিম,কুতুবদিয়া আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও উপজেলা আ’লীগের সহ-সভাপতি মাষ্টার মুহাম্মদ ইউনুছ,উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা শেখ শহিদুল ইসলাম (লালা), উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক মো: শাহাজাহান সিকদার। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন এবিসি মড়েল কিন্ডার গার্টেন স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্র মোশারফ হোছাইন। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক শওকতুল ইসলাম। বক্তব্য রাখেন, সংগঠনটির পরীক্ষা বিষয়ক সম্পাদক মো: আব্দু রশিদ কুতুবী। উপস্থিত ছিলেন, ইউপি সদস্য নূরুল ইসলাম,মোহাম্মদ রাসেল,সহ-সভাপতি মৌলভী নুরুচ্ছাফা, যুগ্ন সম্পাদক ছদরুল করিম আযাদ, ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক কামরুল হাসান লিটন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হেলাল উদ্দিন,তথ্য ও গভেষনা সম্পাদক মোস্তফা কামাল, সমাজ কল্যাণ সম্পাদক জাফর আলম সদস্য যথাক্রমে শওকত খলিল,মৌলভী ফেরদৌস প্রমুখ। এ সময় বাংলাদেশ প্রি-ক্যাডেট এন্ড কিন্ডার গার্টেন স্কুল ফাউন্ডেশন কুতুবদিয়া উপজেলা শাখার পক্ষ থেকে ২য় শ্রেণীতে মেধা তালিকায় ৮জন,৩য় শ্রেণীতে ১৫ জন,ও ৪র্থ শ্রেনীতে ৯ জনসহ মেধা তালিকায় মোট ৩২ জনকে এবং সাধারণ গ্রেডে ২য় শ্রেনীতে ১৫জন,৩য় শ্রেণীতে ১৯জন,৪র্থ শ্রেণীতে ১৩জনসহ মোট ৪৭ জন ও বিশেষ বিবেচনায় ২য় শ্রেণীতে ৩৩ জন,৩য় শ্রেণীতে ৭জন,৪র্থ শ্রেণীতে ১১ জনসহ মোট ৫১জনকে বৃত্তি প্রদান করা হয়। ৫ম মেধা বিকাশ বৃত্তি পরীক্ষায় ২য়,৩য়,৪র্থ শ্রেণীতে মেধা,সাধরণ,বিশেষ বিবেচনায়সহ সর্বমোট ১৩০ জন মেধাবী বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীকে পুরুষ্কার ও সনদ প্রদান করা হয়। ৫ম মেধা বিকাশ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনকারী প্রতিষ্ঠান গুলোর মধ্যে মেধার বিবেচনায় ৩য় বারের মত বড়ঘোপ ইউনিয়নে অবস্থিত এবিসি মডেল কিন্ডার গার্টেন স্কুল সর্বোচ্ছ ৫৪টি বৃত্তি লাভ করে শীর্ষ স্থান অধিকার করায় ঐ বিদ্যালয়কে শ্রেষ্ট বিদ্যালয়ের ক্রেস্ট প্রদান করা হয় এবং মা-মনি প্রি-ক্যাডেট স্কুলের ২য় শ্রেণীর শিক্ষার্থী মো: শরিফুল ইসলামকে সেরা শিক্ষার্থীর পুরুষ্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা উপজেলা আ’লীগের সভাপতি বলেন, আজকের এ মেধাবী বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা একদিন জাতি গঠনে ও দেশের উন্নয়নে অবদান রাখবে। তার প্রমাণ ইতোমধ্যে কুতুবদিয়া কৃতি শিক্ষার্থীরা দেশ-বিদেশে ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাদের কৃতিত্ব অক্ষুন্ন রাখতে সক্ষম হয়েছে। কুতুবদিয়ার এ কোমলমতি শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতামুলক শিক্ষা ব্যবস্থা উপহার দেওয়ার জন্য এবং শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্য বাংলাদেশ কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন কুতুবদিয়া উপজেলা শাখা প্রসংশার দাবীদার। এসময় উপজেলা আ’লীগের সভাপতি বাংলাদেশ কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন কুতুবদিয়া উপজেলা শাখার যে কোন সমস্যায় মাননীয় সাংসদ আশেক উল্লাহ রফিকের মাধ্যমে সার্বিক সহযোগিতার আশ্বাস ও দেন তিনি। সংগঠনের সভাপতি রমিজ আহমদ কুতুবী বলেন,সরকারের পাশাপাশি কেজি স্কুৃল সমুহে সাবক্লাষ্টারে শিক্ষক প্রশিক্ষণে কেজি স্কুলের শিক্ষকদের অংশগ্রহন করার সুযোগ,স্কুল সমুহে উপজেলা শিক্ষা কর্মকর্তার পরিদর্শন ও পিএসসি পরীক্ষায় সংখ্যানুপাতিক হারে হল পর্যবেক্ষক দেওয়ার দাবী জানান।


শেয়ার করুন