মেঘনায় ট্রলারডুবি, নিখোঁজ ৫

বাংলামেইল:

পদ্মায় লঞ্চডুবি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন ৫ জন।

এদিকে ট্রলারটি উদ্ধার করতে ডুবুরিরা এখনো ঘটনাস্থলে পৌঁছেনি। যাত্রীদের পাশাপাশি অতিরিক্ত মালামাল বহনের কারণে এ দুর্ঘটনাটি ঘটেছে বলে দাবি করেছেন যাত্রীরা।

রোববার সকাল ৭টায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ লঞ্চঘাট এলাকায় এ ট্রলারডুবির ঘটনা ঘটে।

ডুবে যাওয়া ট্রলারের যাত্রীরা জানান, সকালে ভৈরব থেকে ছেড়ে আসা তোতা মিয়ার ট্রলারটি আশুগঞ্জ লঞ্চঘাটে যাত্রাবিরতি শেষে কিশোরগঞ্জের অষ্টগ্রামের দিকে ছেড়ে যায়। লঞ্চঘাট থেকে কিছুদূরে যাওয়ার পর ট্রলারটি একপাশে বেঁকে গিয়ে ডুবে যায়। এতে সবাই তাড়াহুড়া করে বের হয়ে আসে।

লঞ্চডুবির ঘটনায় ৫ জন নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছেন যাত্রীরা। অতিরিক্ত মালামাল বোঝাইয়ের কারণে এ দুর্ঘটনাটি ঘটেছে বলে দাবি করেছেন যাত্রীরা

ট্রলারের যাত্রী লিটন জানান, ট্রলারটি আশুগঞ্জ থেকে ছেড়ে যাওয়ার সময় ট্রলারের ভিতরে ঘুমন্ত অবস্থায় ৫/৬ জন ছিল। তাদেরকে পাওয়া যাচ্ছে না। এছাড়া বাকিরা সাঁতরে তীরে উঠে আসে।


শেয়ার করুন