মুস্তাফিজ না থাকায় স্বস্তিতে পাকিস্তান

2016_03_01_20_35_58_9hObxgpaGETLDmIIiDP3QlFYJrx1yx_originalক্রীড়া ডেস্ক

গত শনিবার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে খুব বাজেভাবে হেরে এশিয়া কাপ মিশন শুরু করেছিল পাকিস্তান। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে আরব আমিরাকে ৭ উইকেটে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে আফ্রিদি বাহিনী। এশিয়া কাপে বুধবার নিজেদের লিগ পর্যায়ের তৃতীয় ম্যাচে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান। মাশরাফি বাহিনীর বিপক্ষে জিতলে ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখবে তারা। তবে এ ম্যাচে বাংলাদেশের সেরা পেসার মুস্তাফিজুর রহমানের বিপক্ষে খেলতে হচ্ছে না সোহাম্মাদ হাফিজ ও শোয়েব মালিকদের। তাই এটিকে অনেক স্বস্তিদায়ক বিষয় বলে মনে করছেন পাকিস্তানের বোলিং কোচ আজহার মাহমুদ।

বুধবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি সামনে রেখে মঙ্গলবার দুপুর ২টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি ভবন মাঠে ঘাম ঝরিয়েছেন আমির-মালিকরা। দলের অনুশীলনের ফাঁকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন পাকিস্তানের বোলিং কোচ আজহার মাহমুদ। ডান পাঁজরের ইনজুরির কারণে এশিয়া কাপ শেষ হয়ে যাওয়া মুস্তাফিজুর রহমানকে নিয়ে তিনি বলেন, ‘মুস্তাফিজের না খেলাটা অত্যন্ত হতাশার, সে ইনজুরির কারণে দলে নেই। সে বাংলাদেশের ক্রিকেটে বোলিংয়ের বড় একটা শক্তির জায়গা। তবে দুর্ভাগ্যজনকভাবে বুধবার তাকে খেলাতে পারছে না স্বাগতিকরা। পেশাদার ক্রিকেটে এমনটিই হয়ে থাকে। কখনো আপনাকে খেলার বাইরে থাকতে হবে। এটা খেলারই অংশ। তবে স্বাগতিক দলে মুস্তাফিজ না থাকাটা বাংলাদেশের জন্য অনেক বড় ক্ষতি। তবে আমাদের বোলিংটা আমাদের মূল শক্তির জায়গা। আমরা সেটাকে কাজে লাগানোর চেষ্টা করব।’

চলমান এশিয়া কাপের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাত্র ৮৩ রানে অলআউট হয়েছিল পাকিস্তান। কিন্তু ওই ম্যাচে মোহাম্মদ আমির দুর্দান্ত বোলিং পারফরম্যান্স করেছিল। আর দ্বিতীয় ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে চার ওভারে মাত্র ছয় রান দিয়ে দুটি পান পাকিস্তানের এই বাঁহাতি পেসার। তাই বাংলাদেশের বিপক্ষেও আমিরের দিকে চেয়ে থাকবে পাকিস্তান। এ প্রসঙ্গে আজহার মাহমুদ বলেন, ‘আমির বিশ্বমানের বোলার। সে আগে যেভাবে বোলিং করেছে, প্রত্যাবর্তনের পরও সেভাবেই খেলছে। প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পাওয়া যায়নি। ঐচ্ছিক অনুশীলনে আমরা তাদের স্কিল বাড়াতে কাজ করেছি। গতকাল (সোমবার) জয়ের পর আমাদের মানসিকভাবে তারা বেশ চাঙা। মালিক ও আকমল দায়িত্ব নিয়ে খেলেছে। তারা দুজন ম্যাচের সফল সামপনী টেনেছে। এটা আমাদের দলের জন্য ভালো কিছুরই ইংগিত বহন করে।’

সম্প্রতি শারজাতে শেষ হওয়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) তামিম, সাকিব ও মুশফিক খেলেছেন। তাতে করে পাকিস্তানের বোলারদের বিপক্ষে মোকাবেলা করার আগেই সুযোগ পেয়েছে বাংলাদেশে ব্যাটসম্যানরা। তাই এশিয়া কাপে তারা ভালো করতে পারে বলেও কেউ কেউ মনে করছেন। এ বিষয়টি নিয়ে পাকিস্তানের বোলিং কোচ বলেন, ‘পিএসএলে মুশফিক-সাকিবও স্ট্রাগল করেছে। এশিয়া কাপে সবাইকে স্ট্রাগল করতে হচ্ছে। কারণ পিচে খুব বেশি সুইং ও বাউন্স করছে। সবাই সময় নিচ্ছে। কিন্তু বোলিংটাই পাকিস্তানের মূল শক্তির জায়গা। ছেলেরা ভালো করছে। আশা করছি, আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারব।’

ভারতের বিপক্ষে পাকিস্তানের প্রথম ম্যাচে ব্যাটসম্যানরা ভালো করতে পারেনি। কিন্তু সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শুরুতে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। কিন্তু আকমল ও শোয়েব মালিক দুর্দান্ত ব্যাটিং করেছে। তাই পাকিস্তানের বোলিং কোচ আশা করছেন বাংলাদেশের বিপক্ষেও ব্যাটসম্যানরা দায়িত্বপূর্ণ ব্যাটিং করবেন। এ বিষয়ে আজহার মাহমুদ বলেন, ‘সবাই ভুল করেছে। আমরা ভুল থেকে যথেষ্ট শিক্ষা গ্রহণ করেছি। ভারতের দিকে তাকান, ভারত বিশ্বের সেরা ব্যাটিং লাইন-আপের দল। তারাও এখানে ধুঁকছে। উইকেটটা খুবই কঠিন ছিল। তবে এখন পরিবর্তন হয়েছে। গতকাল (সোমবার) উইকেটে ঘাস ছিল না। খেলোয়াড়রা এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। আর ক্রিকেটটা হচ্ছে আত্মবিশ্বাসের খেলা। আশা করছি, সামনের ম্যাচে আমরা কামব্যাক করব। বল-ব্যাট উভয় দিকেই আমরা ভালো করব।’


শেয়ার করুন