‘মুস্তাফিজের সঙ্গে রনিকে মেলানো যাবে না’

2016_01_03_17_50_57_XDxACEF8nJmwBG81pup8HSRExfguwK_originalসিটিএন ডেস্ক:
বিপিএলের তৃতীয় আসরে বল হাতে আলো ছড়িয়েছিলেন আবু হায়দার রনি। কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে শিরোপা জয়েও রেখেছিলেন বড় ভূমিকা। তাই জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচের টি২০ সিরিজের শুরু থেকেই দারুণ আলোচনায় ছিলেন বাঁহাতি এই তরুণ পেসার।

বুধবার টি২০ ম্যাচে অভিষেক হয় রনির। তবে অভিষিক্ত টি২০ ম্যাচে বল হাতে ততোটা আলো ছড়াতে পারেনি, যতোটা আলো ছড়িয়েছিলেন বিপিএলে। জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি২০ ম্যাচে চার ওভারে ৪০ রান খরচায় দুটি উইকেট পান তিনি। অভিষেক ম্যাচ হিসেবে খুব একটা খারাপ করেনি বলে মনে করছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

আবু হায়দার রনির বোলিং পারফরম্যান্স সম্পর্কে স্বাগতিক অধিনায়ক বলেন, ‘এর আগেও বলেছি ও (রনি) খুবই প্রমিজিং একজন বোলার। তাই বলে মুস্তাফিজের সঙ্গে রনিকে মেলানোর কোন সুযোগ নেই। প্রথম ম্যাচ হিসেবে খুব খারাপ করেনি রনি। আশা করি ভবিষ্যতে যেখানেই সুযোগ পাবে জাতীয় দল কিংবা ঘরোয়া ক্রিকেট যেখানেই খেলুক, আস্তে-আস্তে ভালো করবে।’


শেয়ার করুন