মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এরদোগানের

মুসলমানদের ঐক্যবদ্ধ হতে এবং একে অপরের সঙ্গে সংহতি দেখাতে ইসলামি দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

রবিবার সৌদি আরব ভিত্তিক টেলিভিশন চ্যানেল ‘রোটানা’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাৎকারে এরদোগান বলেন, ‘ইসলামি জাহানের বিরুদ্ধে ঘৃণ্য ষড়যন্ত্র চালানো হচ্ছে। এই ষড়যন্ত্রের অন্যতম লক্ষ্যবস্তু হচ্ছে তুরস্ক ও সৌদি আরব।

তিনি বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি সকল ফাঁদ এবং পরিকল্পনা কেবল ইসলামি জাহানের বিরুদ্ধে পরিচালিত হচ্ছে। এ ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে।’

এরদোগান বলেন, ‘সিরিয়ার চলমান যুদ্ধে অন্তত ৬,০০,০০০ মানুষকে হত্যা করা হয়েছে। এধরনের হত্যাকাণ্ড বন্ধে ইসলামি বিশ্বের উচিত আরো ঘনিষ্ঠভাবে নিজেদেরকে সহযোগিতা করা।’

আইএস জঙ্গিদের নির্মূলে গত আগস্টের শেষ দিকে তুরস্ক এবং মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর সিরিয়ার অভিযান শুরু করে।

সিরিয়ায় কোনো ধরনের সম্প্রসারণবাদের পরিকল্পনা আঙ্কারার নেই উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে তার দেশ প্রায় ৩ মিলিয়ন উদ্বাস্তুকে আশ্রয় দিয়েছে। ইসলামি ও মানবিক দায়িত্ববোধ থেকে এটি করেছেন বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।

এরদোগান আরো বলেন, ‘পশ্চিমারা এই শরণার্থীদের ব্যাপারে এড়িয়ে গেছেন এবং শরণার্থীরা যাতে এ দেশগুলোতে ঢুকতে না পারে সেজন্য তারা তাদের সীমানা বন্ধ করে দিয়েছে।’

ইরাক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘আইএসের কাছ থেকে মসুলকে উদ্ধার করা হবে এবং সেখানে কেবল সুন্নি আরব, তুর্কমেনি এবং সুন্নি কুর্দিদের থাকা উচিত।’

সূত্র: আনাদুলো নিউজ এজেন্সি

 


শেয়ার করুন