মুক্তিযোদ্ধা প্রয়াত শমশের আলম চৌধুরী স্মৃতি স্মারক’র লেখা আহবান

Samser Alam Chyবীর মুক্তিযোদ্ধা প্রয়াত শমশের আলম চৌধুরী স্মৃতি স্মারক গ্রন্থের আহ্বায়ক কমিটি গঠিত
সংবাদ বিজ্ঞপ্তি ॥
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত শমশের আলম চৌধুরী স্মৃতি স্মারক গ্রন্থ প্রকাশনা উপলক্ষে উখিয়া-কোটবাজারস্থ জ্ঞানবৃক্ষ অডিটোরিয়মে সাংবাদিক মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে ও আমজাদ হোসেনের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে কক্সবাজারের কৃতি সন্তান প্রয়াত শমশের আলম চৌধুরীর মুক্তিযুদ্ধের ইতিহাস আগামী প্রজন্মের কাছে তুলে ধরার জন্য বিবিধ আলোচনায় প্রধান অতিথি ছিলেন, উখিয়া উপজেলা আ’লীগের সাবেক সভাপতি কবি আদিল উদ্দিন চৌধুরী। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, সোহাগ চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন, রনজিত বড়ুয়া। বুধবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় এ উপলক্ষে ১১ সদস্য বিশিষ্ট একটি স্মারক গ্রন্থের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সাংবাদিক মোসলেহ উদ্দিনকে আহ্বায়ক করে যথাক্রমে আমজাদ হোসেন, আজিজুল হক, মাহবুব উদ্দিন, মোঃ কাশেদ নুর, হামিদ হোছাইন, আব্দুল হামিদ খান, শহীদুল ইসলাম রুবেল, সাজ্জাদ হোসেন, মারুফুল ইসলাম মাস্টার আবুল কালাম ও রফিক উদ্দিন মাহমুদ।

লেখা আহ্বান করা হচ্ছে
প্রিয়জন
আমাদের শ্রদ্ধাসহ আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুণ।
আপনি নিশ্চয় অবগত আছেন, মক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, প্রবীণ রাজনীতিক প্রয়াত শমসের আলম চৌধুরী বিগত ১০ ফেব্রুয়ারী ২০১৬ খ্রিস্টাব্দে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়াইন্নাইলাহে রাজেউন)।
মহান মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে জনাব শমসের আলম চৌধুরীর নেতৃত্ব ও অবদান কিংবদন্তীতুল্য। ৯৫ বছর বয়সে তাঁর বর্ণাঢ্য রাজনৈতকি ও সামাজিক অসংখ্য স্মৃতি গুণগ্রাহী সহকর্মীদের স্মৃতিভান্ডারে সংরক্ষিত আছে। এ রেখে যাওয়া স্মৃতিরাজী আমরা তাঁর উত্তরসূরীরা আগামী প্রজন্মের কথা ভেবে সংরক্ষণের অভিপ্রায়ে পুস্তক আকারে প্রকাশের উদ্যোগ নিয়েছি।
আপনার কাছে আমাদের বিনীত নিবেদন,
প্রয়াত শমসের আলম চৌধুরীকে ঘনিষ্ঠভাবে দেখেছেন বিধায় তাঁর স্মৃতিটুকু লিখিত আকারে অথবা email- [email protected] এ পাঠিয়ে ’শমসের আলম চৌধুরী স্মারক’ গ্রন্থটি প্রকাশে সহায়তা দেবেন বলে আশা করছি। আপনার স্মৃতি বিজড়িত ভাবনাসমুহ স্মারক গ্রন্থটিকে ইতিহাসের মুল্যবান উপাদানে রুপান্তরিত করবে। লেখা পাঠানোর সময়- ১৫ অক্টোবর ২০১৬ইং পর্যন্ত।


শেয়ার করুন