মুক্তিযোদ্ধা আমির হোসেনের ইন্তেকাল! রাষ্ট্রীয় মর্যদায় দাপন

03কুতুবদিয়া প্রতিনিধি
কুতুবদিয়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ঘিলাছড়ি এলাকার মৃত বাদশা মিয়ার পুত্র আমির হোসেন গত বুধবার (৩ ফেব্রুয়ারী) রাত ১০ টায় হৃদ রোগে আক্রান্ত হয়ে ঘিলাছড়ি এলাকাস্থ নিজ বাস ভবণে ইন্তেকাল করেন। (ইন্না…………………….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়ে ছিল ৬৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ,২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। গতকাল ৪ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) বিকাল ৩ টায় ঘিলাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রাষ্ট্রীয় মর্যাদার মধ্যদিয়ে মরহুমের জানাযার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাপন করা হয়। জানাযার নামাজে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি সাবেক ছাত্রনেতা আওরঙ্গজেব মাতবর,সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নূরুচ্ছাফা বি.কম, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর আহম্মদ,স্থানীয় চেয়ারম্যান আজমগীর মাতবর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনোয়ার হোসেন, কুতুবদিয়া থানার এস.আই ওয়াহিদুর রহমান, সাবেক চেয়ারম্যান প্রার্থী আবু মুছা,মুক্তিযোদ্ধা লিয়াকত আলী,ভোলা নার্থ,পুলিন বিহারী,সহ দলীয় নেতা-কর্মী গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। এ বীর মুক্তিযোদ্ধা ও প্রবীন রাজনীতিবিদের মৃত্যুর খবর শুনে তার ভক্ত, শুভাকাংকী, নেতা কর্মীদের মাঝে নেমে এসছে শোকের ছায়া। তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি তাৎক্ষনিকভাবে গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন উপজেলা আ’লীগের সভাপতি সাবেক ছাত্রনেতা আওরঙ্গজেব মাতবর,সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নূরুচ্ছাফা বি.কম, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল হাসান,আবাসিক মেডিকেল অফিসার ডঃ নিয়াজ মোরশেদ, নজর আলী মাতবর পাড়া সিসি গ্রুপের সভাপতি আলহাজ্ব গোলাম রশীদ বাচ্ছ,ু সিএইচসিপি মুহাম্মদ রাসেল, ৩য় শ্রেণী সরকারী কর্মচারী ক্লাবের সভাপতি ও বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি রমিজ আহম্মদ কুতুবী প্রমুখ।


শেয়ার করুন